জিবি নিউজ প্রতিনিধি//
গণধর্ষণ, মাদক, চুরি, চোরাই মালামাল গ্রহণসহ তার বিরুদ্ধে আছে অন্তত ৯টি মামলা। অথচ দিব্বি পুলিশর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। তবে শেষ রক্ষা আর হয়নি। অবশেষে তার ঠিকানা এখন সিলেট কেন্দ্রীয় কারাগার।
তার নাম শাহান আহমদ (২৬)। তিনি সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার সরিষপুর গ্রামের রফিক মিয়া ও মনোয়ারা বেগমের ছেলে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সিলেট মহানগর পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোগলাবাজার থানার মোগলাবাজার মেইন রোডে পাশ ধানহাটা রাস্তার মুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পিসিপিআর যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে মাদক, গণধর্ষণ, চুরি ও চোরাই মালামাল গ্রহণসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন।
তাকের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন