লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যপদে অনলাইন আবেদন পদ্ধতি চালু : শেষ তারিখ ২৫ অক্টোবর

gbn

জিবি নিউজ ডেস্ক, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ||

বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব এই প্রথমবারের মতো সদস্যপদে অনলাইন আবেদন পদ্ধতি চালু করলো। এর ফলে এখন আর হাতে লিখে ফর্ম পূরণ করে অফিসে জমা দিতে হবে না, ঘরে বসে খুব সহজে অনলাইনে সাবমিট করা যাবে । ২০২৬–২০২৭ মেয়াদে সদস্যপদে আবেদনের শেষ তারিখ ২৫ অক্টাবর শনিবার রাত ১২টা । https://member.londonbanglapressclub.org লিংকে প্রবেশ করে আবেদন সাবমিট করা যাবে।

২৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় লণ্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানানো হয়েছে । ক্লাব প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে বিস্তারিত তথ‍্য তুলে ধরেন ক্লাবের মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি আবদুল হান্নান । তিনি বলেন, আবেদন প্রক্রিয়াটি সহজ ও ব্যবহারবান্ধব । একবারে ফর্ম পূরণ শেষ করতে না পারলে, আপনি যতটুকু করবেন তা সেইভ করে রেখে দিতে পারবেন। পরে যখন সময় হবে তখন আবারও ফিলআপ শুরু করতে পারবেন। এভাবে ধাপে ধাপে, নিজের সুবিধামতো সময়ে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। এ সময় প্রেস ক্লাবের অনলাইন আবেদন পদ্ধতির ডেভোলাপার 'ডট নেট বিল্ড লিমিটেড'-এর ডিরেক্টর আইটি স্পেশালিষ্ট আব্দুল মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ফাউন্ডিং ও মুক্তিযোদ্ধা সদস্যদের জন্য সহজ পলিসি: ক্লাব প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের জানান, সংবিধান অনুযায়ী প্রেস ক্লাবের ফাউন্ডিং মেম্বার ও মুক্তিযোদ্ধা মেম্বারের বেলায় বিশেষ ব্যতিক্রম রয়েছে। তারা সামান্য তথ্য তথা নাম ঠিকানা দিয়েই সদস্য পদ নবায়ন করতে পারবেন । তাছাড়া, ১৫ বছরের মিডিয়া অভিজ্ঞতার ক‍্যাটাগরিতে আবেদনও খুব সহজ। আবেদনকারিকে বর্তমান পর্যন্ত বিগত বছরগুলোতে কাজ করার ধারাবাহিক সময়ক্রম উল্লেখ করতে হবে।

ফি সরাসরি জমা হবে ক্লাব ব্যাংক অ্যাকাউন্টে: ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ জানান, প্রয়োজনীয় সব ডকুমেন্ট বা কাগজপত্র সহজেই অনলাইনে আপলোড করার সুবিধা রাখা হয়েছে। সদস্যপদের ফি সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং অর্থপ্রদানের রসিদ আবেদন ফর্মের সঙ্গে সংযুক্ত করতে হবে । তাই অনুগ্রহ করে ব্যাংক ট্রান্সফারের স্ক্রিনশটটি রাখুন এবং ফর্মের সাথে সংযুক্ত করুন। 

মেম্বারশীপের জন‍্য অনলাইন সাইন-আপ :  প্রথমে আপনার নাম, ইমেইল ঠিকানা এবং একটি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলে যেকোনো সময় লগ-ইন করে আপনার আবেদনের অগ্রগতি দেখতে পারবেন। আবেদন ফর্ম পূরণের জন্য সরাসরি: https://member.londonbanglapressclub.org লিংকে প্রবেশ করতে হবে। এ ব্যাপারে কোনো সহযোগিতার প্রয়োজন হলে ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ অথবা মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি আব্দুল হান্নান-এর সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া ক্লাব নিযুক্ত আইটি বিশেষজ্ঞ জনাব আব্দুল মান্নানের সাথেও টেলিফোনে যোগাযোগ করে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ে টেকনিক্যাল সহায়তা নিতে নেওয়া যাবে।

মেম্বারশীপ পলিসি: ক্লাবের ওয়েবসাইটে ফুল মেম্বারশীপ পলিসির বিস্তারিত তথ্য রয়েছে । এছাড়া অনলাইন ফর্মের শুরুতেই পলিসি বা নিয়ম নীতি পড়ার সুযোগ রয়েছে। তবে সব নীতি সবার জন্য প্রযোজ্য নয়। পড়লে সহজেই বোঝা যাবে কার জন্য কোন নিয়ম প্রযোজ্য। এছাড়া এসোসিয়েট মেম্বার ও লাইফ মেম্বারের পলিসি একেবারে আলাদা। নতুন আবেদনের ক্ষেত্রে প্রস্তাবক, সমর্থনকারী ও মিডিয়া কর্মস্থলের রেফারেন্স লেটার লাগবে । ফর্মে বর্তমান মেম্বার থেকে সংশ্লিষ্ট কারো নাম প্রস্তাবক ও সমর্থক হিসেবে দিতে হবে । যুক্তরাজ্যে নিয়মিতভাবে বসবাস করতে হবে,  ন্যূনতম দু'বছর মিডিয়ায় সংশ্লিষ্ট থাকতে হবে।

রিপোর্টিং/ভিডিও/ফটো লিংক : যারা প্রকাশিত ৫টি রিপোর্ট/ফটো দেবেন তারা স্ক্রিনশটটি সংযুক্ত করতে হবে। আর স্ট্যাটেলাইট টিভি/অনলাইন টিভি বা অনলাইন মিডিয়ার ক্ষেত্রে-প্রকাশিত লিংকটি অনলাইন আবেদনে সংযুক্ত করবেন ।

অনলাইন মিডিয়া: অনলাইন মিডিয়া থেকে যারা এবার নতুন আবেদন করবেন তাদের জন্য ফেসবুকের ক্ষেত্রে ন্যূনতম ১০ হাজার ফলোয়ার এবং ইউটিউবের ক্ষেত্রে নূন্যতম ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। পাশাপাশি ইউকেতে নিজস্ব কোম্পানি, নিজস্ব ওয়েবসাইট ও ব্যাংক একাউন্ট থাকতে হবে। আবেদনকারিকে নিচের একাউন্ট নাম্বারে মেম্বারশীপের যথাযথ ফি পরিশোধ করে রিসিট আপলোড করে দিতে হবে। শুধুমাত্র নিজের ও নিজের পরিবারের সদস্যের একাউন্ট থেকে ট্রান্সফার করা যাবে।  Bank details: London Bangla Press Club, Sort Code: 40-05-19, A/C No: 31 53 14 41, HSBC ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ বলেন, এই পদ্ধতিটি শুরু করার ফলে সকল সদস্য খুব সহজে ঘরে বসে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। অনলাইন আবেদন পদ্ধতির উদ্বোধন করেন ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট মহিব চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী, সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সুফিয়া আলম, আবু সালেহ মোহাম্মদ মাসুম, আহাদ চৌধুরী বাবু, এম এ কাইয়ুম, সারোয়ার হোসেন, আকবর হোসেন, কিনু মিয়া, বাতিরুল হক সরদার, রুহুল আমীন, আলাউর খান শাহীন, এনাম চৌধুরী, মোহাম্মদ রহিম, খিজির হায়াত খান খিজির, হাসনাত চৌধুরী, আবুল হোসেন আলম, আবু রহমান, মুহিতুর রহমান বাবলু, কয়েস আহমেদ রুহেল, মাহবুব আলী খানশূর, এখলাছুর রহমান, আব্দুল বাসিত রফি প্রমুখ। নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, অর্গানাইজিং সেক্রেটারি আকরামুল হোসাইন, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন, নির্বাহী সদস্য জাকির হোসেন কয়েস।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন