টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বার্ষিক ক্রিসমাস কার্ড প্রতিযোগিতা শুরু

gbn

আপনার সন্তান কি একজন উদীয়মান শিল্পী? তাহলে এখনই সুযোগ তাদের জন্য - টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্রিসমাস কার্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা সুযোগ পেতে পারে কাউন্সিলের অফিসিয়াল উৎসব কার্ডে তাদের আঁকা ছবি প্রকাশের।
তিনটি ডিজাইন নির্বাচিত হবে, যা মেয়র, চিফ এক্সিকিউটিভ এবং কর্পোরেট ডিরেক্টর, চিলড্রেনস সার্ভিসেস-এর পক্ষ থেকে পাঠানো ক্রিসমাস কার্ডে ব্যবহার করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করা হচ্ছে মৌলিক চিন্তা ও সৃজনশীলতা দিয়ে আঁকা, রঙ করা বা কোলাজ করা একটি ব্যক্তিগত কার্ড তৈরি করতে, যার মধ্যে মৌসুমী উৎসবের আবহ এবং বরো-ভিত্তিক থিম থাকবে।
টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান বলেন: “ক্রিসমাস শিশুদের জন্য এক জাদুকরী সময় এবং এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা কিছু উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে চাই। অংশগ্রহণকারীদের আঁকা ছবি দেখা আমার বছরের অন্যতম প্রিয় মুহূর্ত, এবং আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি শিশুদের সৃষ্টিশীল ডিজাইনগুলো দেখার জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে শুভকামনা।”
কিভাবে অংশগ্রহণ করবেন:
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স হতে হবে ৫ থেকে ১১ বছরের মধ্যে এবং তারা অবশ্যই টাওয়ার হ্যামলেটস বরোতে বসবাস করে অথবা কোনো স্কুলে পড়ে।
প্রবেশপত্রের শর্তাবলি:

  • ডিজাইনটি হতে এ৫ (A5) সাইজের, ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যেকোনো ফরম্যাটে
  • মৌলিক, সৃজনশীল এবং রঙিন হতে হবে
  • শিশুর নাম, বয়স, যোগাযোগের ফোন নম্বর, স্কুল এবং ঠিকানা অবশ্যই উল্লেখ করতে হবে

ডিজাইনটি ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে মঙ্গলবার, ১১ নভেম্বর দুপুর ২টার মধ্যে।
ইমেইলের সাবজেক্ট লাইনে লিখতে হবে 'Mayor's Christmas card competition 2025' এবং পাঠাতে হবে [email protected] ঠিকানায়।
বিজয়ী ডিজাইনগুলো ক্রিসমাস কার্ডে ব্যবহৃত হবে, পাশাপাশি সব অংশগ্রহণকারীর ছবি কাউন্সিলের অভ্যন্তরীণ ও বহিরাগত যোগাযোগ মাধ্যমে যেমন ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং নিউজলেটারে প্রকাশিত হতে পারে।
নির্ধারিত সময়ের পর কোনো এন্ট্রি গ্রহণ করা হবে না।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন