ট্রাম্পকে ইরানি পরমাণু স্থাপনা ধ্বংস নিয়ে ‘স্বপ্ন দেখতে’ বললেন খামেনি

gbn

মার্কিন হামলায় গত জুনে ইসলামী প্রজাতন্ত্রের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সোমবার প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

খামেনি তার অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পকে পরমাণু স্থাপনা ধ্বংসের মন্তব্য নিয়ে ‘স্বপ্ন দেখতে’ বলেছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পের এই অধিকার নিয়েও প্রশ্ন তোলেন, ‘যদি কোনো দেশের পারমাণবিক শিল্প থাকে, তবে তারা কী রাখতে পারবে বা পারবে না, তা বলার অধিকার মার্কিন প্রেসিডেন্টের আছে কি না।’

ইসরায়েল জুনের মাঝামাঝি সময়ে ইরানের ওপর এক নজিরবিহীন বোমা হামলা শুরু করে।

অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রও এই হামলায় যোগ দেয় এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে।

 

গত সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক ভাষণের সময় ট্রাম্প আবারও বলেন, এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন’ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি বলেন, ‘আমরা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ১৪টি বোমা ফেলেছিলাম। আমি যেমনটা বলেছিলাম, সেগুলো সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা হয়েছে এবং এটি নিশ্চিত করা হয়েছে।

 

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিবার ট্রাম্প আরো বলেন, মার্কিন হামলায় ইরানের ‘পারমাণবিক সক্ষমতা ধ্বংস হওয়ার’ পর দেশটি ‘মধ্যপ্রাচ্যের আর মোড়ল হয়ে থাকেনি’।

তিনি এই হামলাগুলোকে ‘সবচেয়ে সুন্দর সামরিক অভিযান’ বলেও উল্লেখ করেন।

মার্কিন হামলার প্রকৃত প্রভাব এখনো অজানা।

পেন্টাগন জানিয়েছে, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে এক থেকে দুই বছর পিছিয়ে দিয়েছে।

তবে মার্কিন গণমাধ্যম সূত্রে জানা প্রাথমিক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এর বিপরীত তথ্য দেওয়া হয়েছিল, যেখানে বলা হয় যে এই বিলম্ব মাত্র কয়েক মাসের।

 

খামেনি সোমবার ট্রাম্পের মন্তব্যকে ‘অনুপযুক্ত, ভুল ও মোড়ল সুলভ’ বলে আখ্যা দিয়েছেন।

ইসরায়েলের সঙ্গে জুনের এই যুদ্ধটি তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পূর্বনির্ধারিত ষষ্ঠ দফা পারমাণবিক আলোচনার দুই দিন আগে ঘটেছিল, যা এপ্রিল মাসে শুরু হয়েছিল।

সেই থেকে পারমাণবিক আলোচনাগুলো ব্যাহত হয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র সামরিক হামলা না করার নিশ্চয়তা দিলেই কেবল তারা আলোচনায় বসতে প্রস্তুত।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন