গাজায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে ইসরায়েল ও হামাসকে পুনরায় আলোচনার টেবিলে ফেরানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে সোমবার মার্কিন দূতরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।
আল জাজিরার তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর পরও ইসরায়েল ও হামাস উভয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গৃহীত যুদ্ধবিরতি পরিকল্পনায় পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে।
তবে যুদ্ধবিরতির প্রথম দিক থেকেই বারবার সহিংসতার ঘটনা ঘটায়, এই চুক্তি টিকিয়ে রাখা নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র দুই পক্ষের ওপর কতটা চাপ ধরে রাখতে এবং সংঘাতের অবসানে গতি আনতে পারবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সর্বশেষ ঘটনাবলি দেখিয়ে দিয়েছে—দুই বছরের গাজা যুদ্ধের পর অর্জিত এই বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে রূপ নিতে কতটা চ্যালেঞ্জের মুখে রয়েছে। হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ শাসনব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন