এনটিভি ইউরোপের সিইও ও বিশিষ্ট মিডিয়া ব‍্যক্তিত্ব সাবরিনা হোসেনের আমেরিকার সিনেট ও এসেম্বলী থেকে আন্তর্জাতিক সম্মাননা লাভ

gbn

জিবি নিউজ  ||

দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপের সিইও ও প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব সাবরিনা হোসাইন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটে সেনেট এবং এসেম্বলি থেকে দুটি পৃথক সম্মাননায় ভুষিত হয়েছেন। 

২৭ সেপ্টেমবর শনিবার, সাবরিনা হোসাইন প্রথমে যুক্তরাষ্টের নিউইয়র্ক স্টেটে সেনেটর লুইস আর. সেপুলভেদার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ “সার্টিফিকেট অফ রিকগনিশন“ অর্জন করেন এরপর নিউইয়র্ক স্টেটে অ্যাসেম্বলির সদস্য ইউডেলকা টাপিয়ার কাছ থেকে আরও একটি বিশেষ সম্মাননা লাভ করেন। অ্যাসেম্বলি সদস্য ইউডেলকা বলেন, সাবরিনা হোসেনের অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব এবং সমাজ, ন্যায়বিচার ও ক্ষমতায়নের প্রতি তাঁর অঙ্গীকার প্রশংসনীয়।

মিডিয়া, কমিউনিটি এনগেজমেন্ট এবং নারী ক্ষমতায়নে তাঁর অগ্রণী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা গুলো প্রদান করা হয়েছে। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রবাসী কণ্ঠস্বরকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার অবদানের কথাও উল্লেখ করা হয়েছে এতে। কাজের স্বীকৃতি স্বরুপ দুটি বিশেষ সম্মাননা পাবার পর সাবরিনা হোসাইন জানান, আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি শুধু আমার জন্য নয়, বরং আমাদের পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য। আমার কাজকে যে এত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে, তা আমাকে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দিচ্ছে।

তিনি আরও যোগ করে বলেন, “নারী ক্ষমতায়ন, প্রবাসীদের কণ্ঠস্বর তুলে ধরা এবং সমাজের জন্য কিছু করা এটাই সবসময় আমার মূল লক্ষ্য ছিল। এদিকে সাবরিনা হোসাইনের এ অর্জনে আনন্দ প্রকাশ করেছে যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনেরা। তারা মনে করেন, সাবরিনা হোসেনের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশি প্রবাসীদের ভূমিকা আরও সুদৃঢ় করবে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এ অর্জনে ভীষণ গর্বিত।

স্বর্ণালী সিলমোহর খচিত এই বিশেষ সম্মাননা গুলো শুধু একটি রিকগনিশনই নয় বরং এটি প্রবাসী বাংলাদেশিদের সংগ্রাম, সাফল্য আর স্বপ্নের প্রতীক। সাবরিনা হোসেন নিজ প্রচেষ্টায় প্রমাণ করেছেন, প্রবাস জীবনে থেকেও মাতৃভূমির গৌরব বাড়ানো সম্ভব।

এদিকে সাবরিনা হোসেনের গর্বিত পিতামাতা মনে করেন, এই স্বীকৃতিগুলো নারী ও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার মতো নেতৃত্ব আরও সামনে এলে, প্রবাসীদের কণ্ঠস্বর আন্তর্জাতিক পরিসরে আরও জোরালো হবে। 

উল্লেখ্য, নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার এক্সপো ২০২৫ অনুষ্টানে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন সাবরিনা হোসেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন