বাংলাদেশ সেন্টারের বিরাজমান সংকট নিরসনে ২২ডিসেম্বর সোমবার লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে জনসভা আহ্বান করেছে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি কোয়ালিশন

gbn

লণ্ডনের ঐতিহ‍্যবাহী বাংলাদেশ সেন্টারের বিরাজমান সমস‍্যা নিরসনের লক্ষ‍্যে আগামী ২২ ডিসেম্বর সোমবার বিকাল ৬টায় পূর্ব লণ্ডনের লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে এক জনসভা আহ্বান করা হয়েছে ।উক্ত সভায় বাংলাদেশ সেন্টারকে রক্ষার‍ জন‍্য কমিউনিটির পরামর্শ গ্রহণ করা হবে ।
আজ বৃটিশ বাংলাদেশী কমিউনিটি কোয়ালিশনের আহ্বানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা প্রদান করা হয় ।
সংবাদ সম্মেলনে বক্তব‍্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা সিরাজ হক ,আব্দুস শুকুর খালিসাদার ,এবাদুর রহমান শিমু ,মিজানুর রহমান নিজাম ও সাবেক কাউন্সিলার জয়নাল চৌধুরী ।
সাংবাদিক সম্মেলনে -বাংলাদেশ সেন্টার নিয়ে ১৭ নভেম্বর  মাননীয় হাই কমিশনার আবিদা ইসলাম আহুত সভায় যে সব অনভিপ্রেত ঘটনা ঘটেছে তা অত‍্যন্ত লজ্জাজনক বলে এ দিনকে কালো দিন হিসাবে উল্লেখ করা হয় ।
সাংবাদিক সম্মেলনে বলা হয় যে -বাংলাদেশ সেন্টার কমিউনিটির সম্পদ ।এ সেন্টার কোন গোষ্ঠী বা ব‍্যক্তির নয় ।যে কোন মূল‍্যে এ সেন্টারকে রক্ষা করতে হবে ।বাংলাদেশ সেন্টারের বিরাজমান সমস‍্যা সমাধানে কমিউনিটির যে কোন মিডিয়েশনকে তারা স্বাগত জানান এবং কমিউনিটি কোয়ালিশনের পক্ষ থেকে বাংলাদেশ সেন্টারের বিবাদমান দু’টি গ্রুপের সাথে যোগাযোগ করলে একপক্ষ কমিউনিটির উদ‍্যোগে কোন সায় দেয়নি বলে জানানো হয় ।
তাই তারা -সেন্টারে সংবিধান অনুযায়ী  কমিউনিটির উদ‍্যোগে চেয়ারম‍্যান ও ব‍্যবস্থাপনা কমিটির সহযোগিতায় সংকট নিরসন ,সেন্টারের আর্থিক লেনদেনের জবাবদিহিতা নিশ্চিতকরণ ,সেন্টারের অকার্যকর ম‍্যানেজমেন্ট কমিটির  কর্মকাণ্ডে  উদ্বেগ প্রকাশ করে তার সমাধান ,সাংবিধানিক প্রক্রিয়ায় ম‍্যানেজমেন্ট কমিটির নির্বাচন ও নতুন প্রজন্মের যোগ ও মেধাবী ব‍্যক্তিদের সদস‍্য করার দাবী জানানো হয় ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন