জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হলে জাতীয় সরকার গঠণ করবে -ডাঃ শফিকুর রহমান

gbn

 কে এম আবু তাহের চৌধুরী // লন্ডন ১৮ ই ডিসেম্বর - বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমার ডাঃ শফিকুর রহমান বলেছেন যে -জামায়াত আগামী সাধারন নির্বাচনে বিজয়ী হলে অন‍্যান‍্য রাজনৈতিক দলগুলো নিয়ে জাতীয় সরকার গঠণ করা হবে ।তবে দু’টি শর্ত মানতে হবে ।এক -কোন দুর্নীতি করতে পারবেন না ।দুই -রাজনৈতিক হস্তক্ষেপ করবেন না ।আজ রাতে পূর্ব লণ্ডনের মাইদা গ্রীল ব‍্যান্কুয়েটিং হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন ।
জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিষ্টার আবু বকর মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত এই মিট দি প্রেস অনুষ্ঠানে তিনি আরো বলেন যে- প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার প্রয়োগের ব‍্যাপারে তিনি অনেক কাজ করেছেন ।সবাইকে পোস্টাল ভোটের জন‍্য নাম নিবন্ধন ও পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন‍্য তিনি আহ্বান জানান।


তিনি আশা প্রকাশ করে বলেন যে -নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে।নির্বাচনে ভাল লোক নির্বাচিত হোক ।দেশে গণতান্ত্রিক ও আইনের শাসন প্রতিষ্ঠিত হোক ।দেশ থেকে দুর্নীতি দূর হোক ।দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারলে জুলাই বিপ্লব সার্থক হবে এবং যুব সমাজের আশা আকাঙ্খার বাস্তবায়ন হবে ।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন যে -তারা বিজয়ী হলে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে মদিনা চার্টারের মত দেশ পরিচালনা করা হবে ।বাংলাদেশ সকলের দেশ ।সবাইকে তার অধিকার দিতে হবে ।কোন ধর্মের লোককে সারপ্রেস করা যাবে না ।সব ধর্মের লোকদের স্পেস দিতে হবে ।
তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন যে -ভারত আমাদের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র ।তারা পলাতক ও সাজাপ্রাপ্ত আসামীদের ফিরিয়ে দিতে হবে ।
তিনি -নির্বাচনের সময় প্রবাসী বাংলাদেশীদের দেশে যাওয়ার আহ্বান জানান ।

 


উল্লেখ‍্য -তিনি কমনওয়েলথের  এক আন্তর্জাতিক সেমিনারে যোগ দেওয়ার জন‍্য এক দিনের সফরে লণ্ডন আসেন ।
 ডাঃ শফিকুর রহমান তাঁর বক্তব‍্যের শুরুতে শরীফ ওসমান হাদীর মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করে হত‍্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন ।
সাংবাদিক সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ‍্যক সাংবাদিক উপস্থিত ছিলেন ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন