বর্ণবাদ বিরোধী বলিষ্ঠ কন্ঠ আনসার আহমেদ উল্লার পিএইচডি অর্জনে নাগরিক সংবর্ধনা

gbn

লন্ডন: বিলেতে বসবাসরত বাঙালি কমিউনিটির জন্য  আজ সোমবার ছিল এক গর্বের, আবেগের ও প্রেরণার দুপুর। এইদিন বর্ণবাদ, সাম্প্রদায়িকতা ও যুদ্ধপরাধ বিরোধী আন্দোলনের একজন অকুতোভয় কণ্ঠস্বর, এই আন্দোলনের রাজপথকর্মীদের নির্ভীক সহযোদ্ধা ও গণমাধ্যমের দায়িত্বশীল কর্মী আনসার আহমেদ উল্লার পিএইচডি ডিগ্রি অর্জন উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।

সিটি অফ লন্ডনের গিল্ডহল ওয়েস্ট উইংয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানজুড়ে ছিল সম্মান, ভালোবাসা ও মি. উল্লাহ’র সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা। বক্তারা বলেন, আনসার আহমেদ উল্লার এই একাডেমিক অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়; এটি প্রবাসী বাঙালির চিন্তাশীল চর্চা, সামাজিক দায়বদ্ধতা ও প্রগতিশীল আন্দোলনের ধারাবাহিকতার প্রতীক। যিনি দীর্ঘদিন ধরে বর্ণবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উচ্চকণ্ঠ থেকেছেন, যুদ্ধপরাধের বিচারের দাবিতে রাজপথে সক্রিয় থেকেছেন—তাঁর গবেষণালব্ধ এই সাফল্য আন্দোলনকেও করেছে আরও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।
সংবর্ধনা অনুষ্ঠানে সহযোদ্ধা, সহকর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে বলেন, আনসার আহমেদ উল্লা প্রমাণ করেছেন—জ্ঞান ও সংগ্রাম কখনো আলাদা পথ নয়। মিডিয়া হাউসে দায়িত্ব পালনের পাশাপাশি গবেষণায় নিষ্ঠা, সমাজচিন্তায় গভীরতা এবং মানবিক মূল্যবোধে অবিচলতা—এই তিনের সম্মিলনই তাঁকে আলাদা করে চিহ্নিত করেছে।

 

আনসার আহমেদ উল্লা তাঁর বক্তব্যে এই সম্মানকে ব্যক্তিগত অর্জনের গণ্ডি ছাড়িয়ে পুরো কমিউনিটির অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই ভালোবাসা ও স্বীকৃতি তাঁকে আগামীতেও সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে কাজ করে যাওয়ার প্রেরণা জোগাবে।

শেষ পর্যন্ত করতালি, ফুলেল শুভেচ্ছা ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয় নাগরিক সংবর্ধনা। প্রবাসে থেকেও শেকড়, ইতিহাস ও মানবিক দায়বদ্ধতার প্রতি অবিচল থাকার যে দৃষ্টান্ত আনসার আহমেদ উল্লা স্থাপন করেছেন—এই সংবর্ধনা ছিল তারই সম্মিলিত স্বীকৃতি।

প্রবীন কমিউনিটি নেতা শাহগীর বখত ফারুকের সভাপতিত্বে ও কাউন্সিলার অজন্তা দেব রায়ের পরিচালনায় অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় স্বাগত বক্তব‍্য রাখেন কাউন্সিলম‍্যান শাহনান বখত।উপস্থিত ছিলেন ও বক্তব‍্য রাখেন,  কমিউনিটি একটিভিষ্ট, সাবেক কাউন্সিলার রাজন উদ্দিন জালাল, কুইনম‍্যারি ইউনিভার্সিটির অধ‍্যাপক ও আনসার আহমেদ উল্লার পিএইচডি সুপারভাইজার আলেষ্টার ওয়েন, গ্রেটার লন্ডন এসেম্বলির প্রাক্তন সদস‍্য মুরাদ কোরেশী, আনসার আহমেদ উল্লাহ’র শাশুড়ি হোসনা মতিন, টাওয়ার হ‍্যামলেটসের সাবেক কাউন্সিলার নুর উদ্দিন আহমেদ, জামাল আহমেদ খান, কমিউনিটি একটিভিষ্ট পারভেজ কোরেশী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের বশির আহমেদ, মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, লোকমান হোসেইন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র যুক্তরাজ‍্য সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, আনসার আহমেদ উল্লার স্বজন জায়েদ আলী খুশনু, লুটন বারা কাউন্সিল অফিসার সহির উদ্দিন মিন্টু, লুটনের বাংলাদেশ ইয়ুথ লীগ সংগঠক ইরাক চৌধুরী, লুটন কাউন্সিলের কাউন্সিলার তাহির খান, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পীকার আহবাব হোসেইন, কমিউনিটি একটিভিষ্ট আব্দুল বশির, লর্ড মেয়র অফিসের জেসমিন চৌধুরী, , কমিউনিটি একটিভিষ্ট সামিরুন চৌধুরী, নাজমা হোসেইন, হামিদা ইদ্রিস, সাংবাদিক আব্দুল মোমিন, সুয়েজ মিয়া ও সৈয়দ আনাস পাশা প্রমূখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন