ব্রিটিশ বাংলাদেশি তানাকা নাসরিন পিঙ্কি মিস এশিয়া জিবি ফাইনালিস্ট

gbn

জিবি নিউজ ||

ব্রিটিশ বাংলাদেশি তানাকা নাসরিন পিঙ্কি মর্যাদাপূর্ণ Ms Asia GB প্রতিযোগিতার ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশের দিনাজপুরের কৃতি সন্তান। তাঁর পিতা জনাব তসলিম উদ্দিন আহমেদ এবং মাতা আনজুমান আরা বেগম পারুল।

এই প্রতিযোগিতা শুধু সৌন্দর্যের আসর নয়, বরং এটি “Beauty with Brains” অর্থাৎ সৌন্দর্যের পাশাপাশি মেধা, ব্যক্তিত্ব ও সামাজিক অবদানেরও প্রতিযোগিতা। পিঙ্কি জানান, তিনি এ প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এবং দেশকে গর্বিত করতে কঠোর পরিশ্রম করছেন।

লন্ডনে দীর্ঘদিন ধরে বসবাসরত তানাকা নাসরিন পিঙ্কি বর্তমানে একজন Domestic Violence Advocate হিসেবে কাজ করছেন। তিনি গৃহনির্যাতনের শিকার নারীদের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করছেন এবং একই সঙ্গে অসংখ্য নারীকে অনুপ্রাণিত করছেন।

তানাকা নাসরিন পিঙ্কি বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে আমি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চাই। একই সঙ্গে চাই, আমার কাজ ও অর্জন নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হোক।”

আয়োজকরা জানান, Ms Asia GB প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ড অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবে পিঙ্কির কঠোর পরিশ্রম ও সামাজিক কর্মকাণ্ড তাঁকে আলাদা মর্যাদা এনে দিয়েছে।

বাংলাদেশি কমিউনিটি এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি পিঙ্কির আহ্বান—তাঁর জন্য দোয়া ও সমর্থন অব্যাহত রাখার।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন