বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:-
হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এতে, নিহত একজন ও কমপক্ষে ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যৌথবাহিনীর সদস্য রয়েছেন।
নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকার ৪নং দীঘলবাক ইউনিয়নের জামারগাও- রাধাপুর গ্রামের ব্যবসায়ী ফয়সল আহমদের সাথে পাশ্ববর্তী
কাকুড়া- করিমপুর গ্রামের টমটম চালক রাশেদ, সিএনজি চালক মোহাম্মদ আলী ও সিরাজুল ইসলাম এর সাথে টমটম ভাড়া নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় গতকাল সোমবার রা ১০ টায়। এর জের ধরে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাধাপুর ও করিমপুর গ্রামের মানুষ মাইকিং করে প্রস্তুতি নিয়ে কাকুড়া ও করিমপুর গ্রামের কাছে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায়ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এত, সংঘর্ষ চলাকালেন সময়ে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধীক নারী পুরুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় সময় রাধাপুর- জামারগাও গ্রামের লোকজন দৌড়ে পালিয়ে গেলেও পিছনে একা পড়ে যান রাধাপুর গ্রামের আব্দুর রউফের পুত্র সাব্বির মিয়া (৩৫)কে একা পেয়ে অপর পক্ষের লোকজন এলোপাতাড়ি ভাবে দা, রামদা, লাগি দিয়ে কুপিয়ে মারাত্বক আহত হন। এর মধ্যে মারামারি করার জন্য ট্রাক ভর্তি নিয়ে জামারগাও ডুকার পথে তার পায়ের উপর দিয়ে ট্রাক যায়। এতে তার দু পা তেতলে যায়। এর কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে সে মৃত্যু বরন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাকুড়া করিমপুর গ্রামের লোকজনের সাথে স্থানীয় বিবিয়ানা চৌরাস্থায় টমটম ও সিএনজি চলাচল নিয়ে গত ১৫/২০ দিন যাবৎ উত্তেজনা চলে আসছিল। কাকুড়া করিমপুর গ্রামের পক্ষে নেতৃত্ব দেন, মাখন মিয়া ও ইলিয়াছ মিয়া গংরা অপর পক্ষে রাধাপুর, জামারগাও গ্রামের নেতৃত্ব দেন সাবেক মেম্বার আব্দুল বারিক রনি ও ফখরুল ইসলাম গংরা।
এ ব্যাপারে সাবেক মেম্বার ফখরুল ইসলাম বলেন, আমাদের কয়েকটি গ্রামের মানুষকে কয়েকদিন যাবৎ কাকুড়া করিমপুরে লোকজন পেলেই মারপিট করে আসছে। গতকাল রাতে ফয়সল আমদ নামে একজন ব্যবসায়ীকে তারা মারপিট করে টাকা লুটপাট করে। এনিয়ে আমরা প্রতিবাদ করেছি। তারা আমাদের গ্রামের কৃষক সাব্বিরকে একা পেয়ে মারপিট করে নিহত করেছে।
এ ব্যাপারে কাকুড়া গ্রামের মাখন মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের গ্রামের টমটম চালক রাশেদ, সিএনজি চালক মোহাম্মদ আলীকে রাধাপুর ও জামারগাও গ্রামের লোকজন মারপিট করেছে আজকে (মঙ্গলবার) সকালে আমাদের গ্রামে এসে লাটিসোটা নিয়ে আক্রমণ করেন এনিয়ে সংঘর্ষ হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ঘটনার তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন