সাদাপাথরকাণ্ডের তদন্ত, সিলেটে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

gbn

জিবি নিউজ24ডেস্ক//

সিলেটের সাদাপাথরের পাথর লুটকাণ্ডের তদন্ত করছে বিভিন্ন সংস্থা। কেবলমাত্র মন্ত্রী পরিষদ বিভাগের প্রতিবেদন ছাড়া জমা হয়েছে অন্যান্য সংস্থার তদন্ত প্রতিবেদন।

তবে কোনো কোনো সংস্থার প্রতিবেদন নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। বিশেষ করে জেলা প্রশাসনের তদন্ত কমিটিতে যাদের বিরুদ্ধে, অভিযোগ তাদেরকেই তদন্তের দায়িত্বে রাখা নিয়ে সমালোচনা চলছেই।

 

 

এসব বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম বলেছেন, পাথর লুটের ঘটনায় মন্ত্রী পরিষদ বিভাগের তদন্ত কমিটি সময় বাড়িয়েছে। বিষয়টি খনিজ সম্পদ অধিদপ্তর দেখাশোনা করছে। তদন্ত প্রতিবেদনগুলো খতিয়ে দেখা হবে। প্রকৃত দোষী যারা তারা কোনো অবস্থাতেই পার পাবেনা। তাদের আইনের আওতায় আনা হবে। এমনকি কেউ যদি কোনো ভুল রিপোর্ট দেয়, তাহলে তাকেও শাস্তি পেতে হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগের প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আগামী নির্বাচনে সেনাবাহিনী, বিমান ও নৌবাহিনীকেও ব্যবহার করা হবে।

 

তিনি গণঅধিকার পরিষদের নেতা আহত নূরুল হক নূরুর আশু সুস্থতা কমনা করেন।

উল্লেখ্য, সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরের পাথর লুটের ঘটনায় দুর্নীতি দমন কমিশন- দুদকসহ একাধিক সংস্থার একাধিক তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। এরমধ্যে দুদকের একটি প্রতিবেদন নিয়ে সিলেটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। বিএনপি জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে তাদের কোনো নেতা পাথর লুটের সাথে জড়িত নয়- এমনটি জানিয়ে সিলেটে সংবাদ সম্মেলনও করেছেন। মিছিল প্রতিবাদও হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন