Bangla Newspaper

শেখ হাসিনাকে প্রবাসীদের অভিনন্দন

45
জিবি নিউজ২৪.কম |
একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুস সংখ্যা গরিষ্ঠতা অর্জন করায় প্রবাসীদের পক্ষ থেকে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে প্রবাসী বাঙ্গালী কল্যাণ সমিতি (প্রবাকস)।
বুধবার সন্ধ্যায় গনভবনে শেখ হাসিনার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবাকসের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ নিউজার্সির হেলডনের কমিশনার দেওয়ান বজলু চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট আবদুর রকীব মন্টু, ভিপি শফিক উদ্দীন, জোসেফ কেনেডি গোমেজ, ওমর আলী প্রমুখ।
Comments
Loading...