জাপানে ভালুকের সংখ্যা বাড়ায় রাইফেল ব্যবহারে শিথিলতা

gbn

জাপানে সম্প্রতি বন্য ভালুকের আক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। তাই আজ সোমবার থেকে শিকারে রাইফেল ব্যবহারের ওপর কড়াকড়ি শিথিল করেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, জরুরি পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষ শিকারিদের রাইফেল ব্যবহারের অনুমতি দিতে পারবে।

বিশেষজ্ঞদের মতে, গ্রামীণ জনপদের জনসংখ্যা হ্রাস ও জলবায়ু পরিবর্তনের ফলে ভালুকের প্রাকৃতিক খাদ্য সংকুচিত হয়ে পড়েছে এবং শীতনিদ্রার স্বাভাবিক চক্র বিঘ্নিত হচ্ছে।

এসব কারণে তারা লোকালয়ে চলে আসছে এবং মানুষের সঙ্গে সংঘর্ষের ঘটনা বাড়ছে।

 

চলতি বছর এপ্রিল থেকে এখন পর্যন্ত ভালুকের আক্রমণে দেশটিতে চারজনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। গত আগস্টে হোক্কাইদোতে এক পর্বতারোহী ভালুকের আক্রমণে প্রাণ হারান।

জুলাইয়ে উত্তরাঞ্চলীয় কিতাকিতা শহরের একটি প্রতিবন্ধী আশ্রয়কেন্দ্রের বাইরে এক নারী ভালুকের হামলায় অজ্ঞান হয়ে পড়েন।

একই মাসে একটি গলফ কোর্সে ভালুক ঢুকে পড়ায় খেলা বন্ধ রাখতে হয়। এর আগেই জুন মাসে স্থানীয় একটি বিমানবন্দরের রানওয়েতে ঘুরে বেড়াতে দেখা যায় একটি ভালুককে।

 

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের মার্চ পর্যন্ত গত অর্থবছরে মোট ৮৫ জন ভালুকের আক্রমণের শিকার হয়েছেন, যার মধ্যে তিনজন মারা গেছেন। এ সময়ের মধ্যে ৫ হাজার ১৩৬টি ভালুক হত্যা করা হয়েছে।

 

জাপানে সাধারণত অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠোর। শিকারের উদ্দেশ্যে রাইফেল ব্যবহারের জন্য পুলিশের অনুমতি নিতে হয়। তবে আজ থেকে কার্যকর হওয়া নতুন নির্দেশনার ফলে, জননিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে রাইফেল ব্যবহারের অনুমতি দিতে পারবেন নগর ও শহরের প্রশাসনিক কর্মকর্তারা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন