পাকিস্তানে ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে শাকিব খানের। গত বছর দেশটিতে ‘তুফান’ মুক্তির পর থেকেই সেখানকার দর্শকদের মধ্যে শাকিবের প্রতি আগ্রহ স্পষ্ট হয়ে ওঠে। উর্দু ডাবিংয়ের মাধ্যমে পাকিস্তানের ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টি সিনেমা হলে ছবিটি মুক্তি পায় এবং মুক্তির পরপরই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
সামাজিক মাধ্যমের কল্যাণে পাকিস্তানে শাকিবের পরিচিতি আরো ছড়িয়ে পড়েছে।
এতটাই যে শাকিবের নতুন সিনেমার ঘোষণা এলে অনেক ভক্ত তার বিপরীতে পাকিস্তানি নায়িকার সঙ্গে দেখতে চান—যা বিভিন্ন চলচ্চিত্রবান্ধব গ্রুপে আলোচনায় উঠে আসে।
সম্প্রতি আবারও দেখা গেল শাকিবকে ঘিরে পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটরদের উন্মাদনা। রশিদ খান নামের একজন ইনফ্লুয়েন্সারের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক নারীকে শাকিব খান ও পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খানের ছবি দেখিয়ে তুলনা করতে বলা হয়।
সৌন্দর্য, ফ্যাশন সেন্স, অভিনয়, অ্যাটিটিউড, লুক, স্টারডম এবং ‘গার্লস ক্রাশ’—মোট ১০টি বিষয় নিয়ে প্রশ্ন করা হয় তাকে।
ফলাফলে দেখা যায়, ১০টির মধ্যে ৮টিতেই এগিয়ে আছেন শাকিব খান।
ভিডিওটির মন্তব্যে পাকিস্তানি নেটিজেনরা লিখেছেন, “উনি শাকিব খান, বাংলাদেশি মেগাস্টার।” অপরদিকে বাংলাদেশের ভক্তরাও কমেন্টে ভালোবাসা জানাচ্ছেন ও লাভ ইমোজি দিচ্ছেন।
গত ১ নভেম্বর পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ ও গুজরানওয়ালায় ‘তুফান’ মুক্তির পর বেশ সাড়া ফেলে।
সে সময় পাকিস্তানি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় শাকিবকে নিয়ে নানা বার্তা ঘুরে বেড়ায়।
সব মিলিয়ে পাকিস্তানেও শাকিব খান এখন সমান তালে পরিচিতি পাচ্ছেন ঢালিউডের ‘কিং খান’ হিসেবে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন