সেনাবাহিনীর বিশেষ অভিযানে হবিগঞ্জে নগদ ১লক্ষ ১২ হাজার টাকা, মোটরসাইকেল ও মোবাইল সহ ৭ জুয়ারি আটক

gbn

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘদিন ধরে হবিগঞ্জের যাত্রাপাশা এলাকায় একদল ভোক্ত কতিপয় লোকজন নানান অপকর্মের সাথে লিপ্ত হয়ে জুয়া, নেশা ও সমাজ বিরোধী কার্যক্রলাপের সাথে জড়িয়ে পড়ে ঐ এলাকার শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করে তুলেছে। তাদের বিরুদ্ধে কথা বলার মতো কারো কোন সাহস নেই। তাদের বিরুদ্ধে যে বা যাহারাই রিরোধীতা করে তারা তাদেরকে বিভিন্ন ভাবে মানহানি ও ক্ষতি সাধন করায় কেউ মূখ খোলে কথা বলার কোন সাহস পান নি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১১টা থেকে মঙ্গলবার ভোর রাত ৪টা পর্যন্ত সেনাবাহিনীর মেজর কাজী ফয়সাল আহমেদ (৬ বীর) এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার বানিয়াচং ৪নং যাত্রাপাশা ইউনিয়ন ২নং ওয়ার্ডের যাত্রাপাশা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে জুয়ারি মোঃ মান্নান মিয়ার বাসায় অভিযান চালিয়ে মোঃ আফুজ মিয়া ৭ জন জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এলাকায় মানুষের নানান অভিযোগ সহ দীর্ঘদিন ধরে নানান অপকর্মের সাথে জড়িত থেকে আইন শৃঙ্খলার বিঘ্নতা সৃষ্টি করে আসছিল। 
তাদের কাছ থেকে জব্দকৃত মালামাল হলো, নগদ ১ লক্ষ ১২হাজার ৭০ টাকা, ৬টি বাটম মোবাইল ফোন, ১টি স্মাট মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল ও ১০ প্যাকেট তাশ।


গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিপপাশা গ্রামের পশ্চিম বাগ গ্রামের মোঃ বদুর উদ্দিনের পুত্র মোঃ আফুজ মিয়া (৫২), একই গ্রামের আব্দুল শফিকের পুত্র মুতাব্বির (৫০), মো: আলম উল্লাহর পুত্র আলী হায়দার (৭২), বানিয়াচং থানার যাত্রাপাশা গ্রামের আব্দুল আলীর পুত্র নবী উল (৫৩), বানিয়াচং থানার ৪নং বানিয়াচং ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের মৃত সংজব আলীর পুত্র সুমন মিয়া (৪৫), যাত্রাপাশা গ্রামের আজগর আলীর পুত্র মহন মিয়া (৩৫) ও বানিয়াচং থানার ৩নং বানিয়াচং ইউনিয়নের মিয়াখালি গ্রামের মৃত আলতাব মিয়ার পুত্র মিয়া খানি (৫০)।

উক্ত গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ বানিয়াচং থানায় ডিউটি আফিসার এস,আই,জিয়া'র নিকট হস্তান্তর কারা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন