সিলেটে নাট্যাচার্য সেলিম আল দীনের জয়ন্তী উদযাপন

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

বাংলা নাটকের বরপুত্র, নাট্যাচার্য সেলিম আল দীন এর ৭৬তম জয়ন্তী উপলক্ষে- বাংলাদেশ গ্রাম থিয়েটার, এম এ জি ওসমানী অঞ্চলের সার্বিক সহযোগীতায় গ্রাম থিয়েটার সংগঠন মৃত্তিকায় মহাকাল আয়োজন করে প্রদীপ প্রজ্জ্বলন এবং স্বরণ অনুষ্ঠান।


১৮ আগস্ট সোমবার বিকেল ৫টায় মৃত্তিকায় মহাকাল এর স্থায়ী কার্যালয়, হাওয়াপাড়া, সিলেটে এ অনুষ্ঠানের করা হয়।

 

 


বাংলাদেশ গ্রাম থিয়েটার এম এ জি ওসমানী অঞ্চল সিলেটের সমন্বয়ক সৈয়দ সাইমূম আনজুম ইভানের সভাপতিত্বে ও মৃত্তিকায় মহাকাল এর সমন্বয়ক (অনুষ্ঠান) রাজকুমার দে জয়রাজের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা রাখেন মৃত্তিকায় মহাকাল এর অন্যতম নির্বাহী সমন্বয়ক বীথি সাইমুম ও সংগঠননের সিনিয়র সদস্য ও নারী উদ্যোক্তা, সীমা রাণী বিশ্বাস।


অনুষ্ঠানে নাট্যাচার্যের লিখা নাটকের অংশবিশেষ পাঠ, করেন মৃত্তিকায় মহাকাল সদস্য, অনন্যা বিশ্বাস রিমু ও শোভা রাণী দাস।


কবিতা আবৃত্তি করেন, মৃত্তিকায় মহাকাল সদস্য, সৈয়দা নিঘাত নওশাবা ইথীকা ও তাসফিয়া আকতার মাইশা।

 


অনুষ্ঠানে বক্তারা বলেন সেলিম আল দীন। বাংলা নাটককে যিনি প্রচলিত ধারা থেকে বের করে এনে প্রাচ্য ও পাশ্চাত্যের সংমিশ্রণে নবরূপে ও ভিন্নমাত্রায় প্রাণবন্ত করেছিলেন। তার অভিসন্দর্ভ ‘মধ্যযুগের বাঙলানাট্য’ পাঠ করলে নাটক সম্বন্ধে চিরাচরিত নিয়ম ভেঙে যায়।
তিনিই রবীন্দ্র পরবর্তী বাংলা নাটকের সেরা নাট্যকার।


অনুষ্ঠানের শুরুতে গ্রাম থিয়েটার এর অন্যতম প্রতিষ্ঠাতা নাট্যাচার্য সেলিম আল দীন  এঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হয় ও পুষ্প মাল্য অর্পন করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন