সিলেটে পাথর লু*টের তদন্ত প্রতিবেদন আজ : প্রশাসনে টালমাটাল অবস্থা

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটের আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী। আটক করা হয়েছে ছয়জনকে। মামলা হয়েছে ২টি।  মামলা ২টিতে প্রায় দেড় হাজারেরও বেশি মানুষকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। 


 
জানা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এবং গোয়াইনঘাটের জাফলংসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে পাথর লুটপাট চলে আসছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। নড়েচড়ে বসে প্রশাসন। এরপর শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। হাইকোর্টে রিট হয়। লুটেরাদের তালিকাও চান আদালত। এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে জব্দ করা হয়েছে কয়েক লাখ ঘনফুট পাথর।

 

 

 

সর্বশেষ মঙ্গলবার (১৯ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ করেছ বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থান থেকে এসব পাথর জব্দ করা হয়।

 

 

অপরদিকে, টালমাটাল অবস্থা তৈরী হয়েছে সিলেটের প্রশাসনে। বদলি হয়েছেন সিলেটের ডিসি ও কোম্পানীগঞ্জের ইউএনও। এরমধ্যে আবার ইউএনও বদলীর আদেশেও ঘটেছে রদবদল। সবমিলিয়ে গোটা সিলেট পাথর লুটকান্ডে এখন তোলপাড়।

 

ঘটনার তদন্তে গত ১২ আগস্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। কমিটির আবেদনের প্রেক্ষিতে আরও তিনদিন সময় বাড়ানো হয়েছি। 

 

 

আজ বুধবার (২০ আগস্ট) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন