নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখার চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ১৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে রহমানিয়া ছাত্র সংসদ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মাদ্রাসার হলরুমে তাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাক আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওয়াহিদুজ্জামান চৌধুরী, আরবি প্রভাষক মাওলানা আছাব উদ্দিন ও মাওলানা মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাক আহমদ চৌধুরী এবং সঞ্চালনা করেন ছাত্র সংসদের জিএস মঞ্জুর আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্র সংসদের ভিপি আব্দুল বাকি ও শিক্ষার্থী ইসমাইল হোসেন, জুমা বিনতে জামালী, নাজাত বিনতে জামালী, সালমা বেগম এবং আরাফাত ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফিজ সিজান আহমদ এবং নাতে রাসুল পরিবেশন করেন আমিনুল ইসলাম।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন