প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার আন্দোলন ইউকের আনন্দ সভা : অবিলম্বে প্রবাসীদের অনলাইনে ভোটার তালিকায় নাম রেজিস্ট্রেশনের আহ্বান

gbn

 

গত ১৪ জুলাই ২০২৫ ইংরেজী তারিখে ইস্ট লন্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার আন্দোলন ইউকে উদ্যোগে এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠণের আহ্বায়ক সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী ও সভা পরিচালনা করেন সলিসিটর এম ইয়াওর উদ্দিন ।পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আমিনুর চৌধুরী ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোটাধিকার আন্দোলনের নেতা ও সাবেক এমপি মোকাব্বির খান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ রহমত আলী, টিভি ব‍্যক্তিত্ব মুফতি সালেহ আহমদ ,ওসমানী বিমান বন্দর ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব এম এ বর, সাবেক কাউন্সিলার শাহ আলম ,কাউন্সিলার আবু তালহা চৌধুরী, মোহাম্মদ আফসর মিয়া ছুটু মিয়া,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, শিক্ষক নেতা মিসবাহ কামাল, সাংবাদিক রেজাউল করিম মৃধা ,মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমেদ সাদিক ।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল বাশার,মমিনুল ইসলাম ,আব্দুল আউয়াল, মোহাম্মদ নুর বক্স, হাজী ফারুক মিয়া, নজরুল ইসলাম প্রমুখ । বক্তারা বলেন - ৩০ বছর ধরে চলমান ভোটাধিকার আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে ।বর্তমান নির্বাচন কমিশন আগামী সংসদ নির্বাচনে প্রবাসীদের অনলাইনে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী কালিন সরকার প্রদান ডঃ মোহাম্মদ ইউনূস ,উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে প্রমাণ হয়েছে যে -সরকারের সদিচ্ছা থাকলে প্রবাসীদের যে কোন দাবী আদায় সম্ভব। সভায় বক্তারা -বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী অনতিবিলম্বে অন লাইনে ভোটার তালিকায় নাম রেজিস্ট্রেশন শুরু করার আহ্বান জানান ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন