জাপান-দক্ষিণ কোরিয়াসহ ৬ দেশের পণ্যে নতুন করে শুল্ক বসালেন ট্রাম্প

gbn

জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মালয়েশিয়া, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, লাওস ও মিয়ানমারের পণ্যেও নতুন শুল্ক হার কার্যকর হচ্ছে আগামী ১ আগস্ট থেকে।

সোমবার (৭ জুলাই) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এসব দেশের নেতাদের উদ্দেশ্যে লেখা চিঠি প্রকাশ করে নতুন শুল্কের ঘোষণা দেন। চিঠিতে তিনি সরাসরি হুঁশিয়ারি দেন— কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করলে তারা যে পরিমাণ বাড়াবে, সেটি ২৫ শতাংশের সঙ্গে যোগ করে আরও বাড়তি শুল্ক বসানো হবে।

 

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন,
আপনারা যদি নিজেদের শুল্ক বাড়ান, তবে আপনারা যত শতাংশ বাড়াবেন, সেটাই আমাদের ২৫ শতাংশের সঙ্গে যোগ হবে।

কোন দেশে কত শুল্ক?

ট্রাম্পের নতুন ঘোষণা অনুযায়ী, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ, মালয়েশিয়ার ২৫ শতাংশ, কাজাখস্তান ২৫ শতাংশ, দক্ষিণ আফ্রিকা ৩০ শতাংশ, লাওস ও মিয়ানমারের পণ্যে ৪০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র।

 

এছাড়া গাড়ির ক্ষেত্রে আলাদা করে ২৫ শতাংশ এবং স্টিল ও অ্যালুমিনিয়ামে ৫০ শতাংশ শুল্ক যোগ হবে।

ট্রাম্পের মতে, এই শুল্কহার তুলনামূলকভাবে ‘সহনীয়’।

 

‘ব্যর্থ’ বাণিজ্য আলোচনা ও চুক্তির অভাব

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, আরও অন্তত পাঁচটি দেশকে এ ধরনের চিঠি পাঠানো হবে। এ চিঠিগুলো আলোচনার ফল নয়, বরং ট্রাম্প নিজে এসব শুল্কহার নির্ধারণ করেছেন। তার কথায়, এটি প্রতিটি দেশের জন্য ট্রাম্পের ‘টেইলর-মেড ট্রেড প্ল্যান’।

তবে ট্রাম্পের এই একতরফা ঘোষণা বিশ্ববাজারে উদ্বেগ তৈরি করেছে। সোমবার দুপুরে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ শতাংশ কমে যায়, এবং মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদ বেড়ে দাঁড়ায় ৪ দশমিক ৩৯ শতাংশ।

ব্রিকসের জন্য হুঁশিয়ারি

ট্রাম্প বলেছেন, ব্রিকস জোটের সঙ্গে সম্পর্ক গড়া দেশগুলোর ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

 

 

 

বর্তমানে ব্রিকস জোটে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ছাড়াও নতুন সদস্য হিসেবে রয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন