মদ্রিচের ভবিষ্যৎ নিশ্চিত করলেন এসি মিলানের কোচ

gbn

চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের পর তো রিয়াল মাদ্রিদে থাকবেন না লুকা মদ্রিচ, তাহলে কোথায় ক্রোয়েশিয়ান তারকা? ভক্তদের মনে এই প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে গেল কয়েক সপ্তাহ থেকেই।

অবশেষে মদ্রিচের ভবিষ্যৎ নিশ্চিত করলেন এসি মিলানের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। তিনি চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন, ক্লাব বিশ্বকাপ শেষ করে এসি মিলানেই যোগ দিচ্ছেন ক্রোয়েশিয়ান অধিনায়ক।

গেল মে মাসের শেষে সার্গিও কনসেইসাওকে বরখাস্ত করে এসি মিলান। এরপর অ্যালেগ্রিকে দ্বিতীয় মেয়াদে কোচ নির্বাচন করে ইতালিয়ান ক্লাবটি। দ্বিতীয় মেয়াদে কোচ হওয়ার পর গতকাল সোমবার প্রথম সংবাদ সম্মেলনে আসেন অ্যালেগ্রি।

 

সেই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মদ্রিচ আগস্টে চলে আসবে। সে অসাধারণ একজন খেলোয়াড়।’

ইএসপিএন সূত্র জানিয়েছে, মদ্রিচ এক বছরের চুক্তি করবেন এসি মিলানের সঙ্গে। মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকবে। তার নেট বেতন হবে বছরে আনুমানিক ৩.৫ মিলিয়ন ইউরো (প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার), সঙ্গে বোনাসও থাকবে।

 

আগামীকাল বুধবার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আর ফাইনাল অনুষ্ঠিত হবে রোববার। এই টুর্নামেন্টের মাধ্যমে রিয়ালে ১৩ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন মদ্রিচ।

রিয়ালের হয়ে ২০১৮ সালে ব্যালন ডি’অর বিজয়ী হয়েছিলেন মদ্রিচ। কিন্তু গত মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সে লিগে অষ্টম হয়ে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছিল রিয়াল। অর্থাৎ রিয়ালে বিদায়ী মৌসুমটি সুখকর ছিল না মদ্রিচের জন্য।

এ বিষয়ে অ্যালেগ্রি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিদিন পরিশ্রম করা। সম্মান ফিরিয়ে আনার একমাত্র উপায় হচ্ছে দায়িত্বশীলতা এবং ভালো ফল অর্জন।’

 

এসি মিলান তাদের সিরিআ মৌসুম শুরু করবে আগামী ২৩ আগস্ট, ঘরের মাঠে ক্রেমোনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে।

 

 

 

অ্যালেগ্রি এর আগে ২০১০-১১ মৌসুমে এসি মিলানকে সিরিআ শিরোপা জিতিয়েছিলেন। সর্বশেষ জুভেন্টাসের কোচ ছিলেন তিনি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন