সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
গতকাল ৬ই জুলাই রবিবার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন পোর্টসমাউথ এর উদ্যোগে স্হানীয় বাকল্যান্ড কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পোর্টসমাউথ ও এর আশেপাশের বিভিন্ন শহর থেকে আগত মৌলভীবাজারবাসীর এক মিলনামেলায় পরিণত হয়েছিল এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এর সেক্রেটারি সৈয়দ এলাহী পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এর সভাপতি জনাব ইকবাল মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন পোর্টসমাউথ এর সভাপতি জনাব সালিকুর রহমান, সেক্রেটারি আমিনুর রহমান মিজান, সিলেট ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এর সভাপতি জনাব দেলোয়ার হোসেন বেগ, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এর পক্ষে মাহবুবুল আলম ইমন।
এছাড়াও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এর নেতৃবৃন্দরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আগত অতিথিরা পরিবার পরিজন নিয়ে আনন্দ উল্লাসে মেতেছিলেন কিছু সময়ের জন্য। তাছাড়াও সঙ্গীত শিল্পী রানা ও বিথীর মনোমুগ্ধকর সঙ্গীত উপভোগ করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানের সভাপতি ও আয়োজকেরা জানান আগামীতে আরো বড় পরিসরে সবাইকে নিয়ে এরকম অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে আমাদের, যদি আপনারা সবাই সহযোগিতা করেন। এ ধরনের মিলনমেলা বিলেতের মাটিতে বাংলাদেশীদের ভ্রাতৃত্ব ও পরবর্তী প্রজন্মের মধ্যে সেতুবন্ধন আরো সুদৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি। সবশেষে মধ্যাহ্নভোজ, আকর্ষণীয় র্যাফেল ড্র এবং পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন