শুধু অ্যাকশন নয়, যুক্তরাষ্ট্রে বিতর্ক উস্কে দেবে ‘সুপারম্যান’

gbn

নতুন ‘সুপারম্যান’ সিনেমাটি মুক্তি পাবে ১১ জুলাই। এতে সুপারম্যান চরিত্রে অভিনয় করছেন ডেভিড কোরেনসওয়েট। লোইস লেন চরিত্রে র‍্যাচেল ব্রোসনাহান, লেক্স লুথার হিসেবে নিকোলাস হোল্ট, দ্য ইঞ্জিনিয়ার চরিত্রে মারিয়া গ্যাব্রিয়েলা ডি ফরিয়া, গ্রিন ল্যান্টার্ন হিসেবে নাথান ফিলিয়ন, জিমি ওলসেন চরিত্রে স্কাইলার গিসন্ডো এবং হকগার্ল চরিত্রে আছেন ইসাবেলা মার্সেড।

সুপারম্যানকে সবসময়ই দেখা যায় নানা সমস্যাকে মোকাবিলা করে পৃথিবী ও মানুষের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে। তাই আগ্রহ জন্মেছে নতুন সুপারম্যান কি সমস্যা নিয়ে কাজ করবেন? জানা গেল, এবারের ছবিটি শুধু সুপারহিরো অ্যাকশনের নয় বরং মানুষের মানবিকতা, অভিবাসন, রাজনীতি এবং সম্পর্কের গভীর নৈতিক দ্বন্দ্বের প্রতিচ্ছবিও তুলে ধরবে।

 

ডিসি স্টুডিওসের প্রধান এবং বহুল প্রতীক্ষিত ‘সুপারম্যান’ ছবির পরিচালক জেমস গান সে কথাই জানালেন। তিনি মুখ খুলেছেন এই সুপারহিরো গল্পের গভীর বার্তা নিয়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস অব লন্ডনে দেওয়া এক সাক্ষাৎকারে গান বলেন, ‘নতুন ‘সুপারম্যান’ শুধু একটি অ্যাকশনধর্মী সুপারহিরো মুভি নয়। এটি যুক্তরাষ্ট্রের মূল আত্মা ও ইতিহাসের প্রতিচ্ছবি হতে যাচ্ছে।’

গান বলেন, ‘আমার কাছে ‘সুপারম্যান’ আসলে আমেরিকার গল্প। একজন অভিবাসীর গল্প, যে অন্য কোনো স্থান থেকে এসে এখানে নিজের স্থান খুঁজে নিচ্ছে। কিন্তু মূলত এটি সেই গল্প, যা বলে ‘মানবিকতা একটি মূল্যবান গুণ’ এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি হারিয়ে ফেলেছি।’

 

এই ছবির অনেক রাজনৈতিক দিক রয়েছে। এটিকে রাজনৈতিক ছবিও বলা যেতে পারে বলে দাবি করেন জেমস গান। বর্তমান সময়ের প্রেক্ষাপটে অভিবাসন নিয়ে চলমান বিতর্ককে কেন্দ্র করে অনেকেই ছবির বার্তা ভিন্নভাবে নিতে পারেন বলেও স্বীকার করেন গান।

তবে তিনি স্পষ্ট করে বলেন, তিনি কারও অনুভূতিতে আঘাত দিতে চান না। কারোর চিন্তাকে অবজ্ঞাও করতে চান না। কেবল মানুষ ও মানবিকতাকে তুলে ধরতে চান।

গান বলেন, ‘এটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিষয়। কিন্তু একই সঙ্গে এটি নৈতিকতার প্রশ্নও। ছবিতে সুপারম্যানের নীতি ও লোইসের বিশ্বাসের দ্বন্দ্বই মূল উপজীব্য হবে।’

 

 

 

আমেরিকার রাজনীতি নিয়ে বিতর্ক উস্কে দিতে পারে ছবিটি। তবে জেমস গান এসব নিয়ে একদম ভাবছেন না। তিনি বলেন, ‘সবাই এই গল্পকে একভাবে নেবে না। বিতর্ক তৈরি হতে পারে। অনেকেই বিরূপ প্রতিক্রিয়া দেখাবে শুধু এই কারণে যে এটি সুন্দর আচরণের কথা বলে। কিন্তু আমার বক্তব্য স্পষ্ট। কে কি ভাবলো তা নিয়ে আমার কিছু যায় আসে না।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন