৫৬ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: কর্মরত ও অবসরপ্রাপ্ত ৫৬ জন পুলিশ সদস্য মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। শনিবার (১৫’ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইন্সে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম,মুক্তিযোদ্ধা ও সহকারী পুলিশ সুপার (অব.) হেমায়েত উদ্দিন,জেলা
কমিউনিটি পুলিশিং কমিটি আহব্বায়ক মুক্তিযোদ্ধা রুহুল আমীন,মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,রবিউল ইসলাম প্রমুখ। এসময় সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাগণ তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্বে সংবর্ধনাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাগণকে উপহার প্রদান করা হয়।###