মালয়েশিয়া সফরে আটক বাংলাদেশিদের বিষয়ে আলোচনা হতে পারে

gbn

জিবি নিউজ24ডেস্ক//

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বুধবার মালয়েশিয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দু’দিনের এই সফরে এআরএফের কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশের কিছু কর্মীর বিষয়ে দেশটির সরকারের সঙ্গে তিনি কথা বলতে পারেন।

সোমবার (৭ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির বিষয়ে তিনি আরো বলেন, তাদের কয়েকজনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

ফেরত আসা অন্তত তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের আটকের কারণ অন্য রকম, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করার মতো কিছু কারণে ফেরত পাঠানো হয়েছে।

 

উপদেষ্টা বলেন, আটক ব্যক্তিদের একটি ছোট অংশ জঙ্গি কার্যক্রমে জড়িত হতেও পারে। সেটি আমরা বিস্তারিত জানতে চেয়েছি এবং তাদের এটিও বলেছি যে আমরা সর্বতোভাবে সহযোগিতা করবে, যদি আসলেই তারা জঙ্গি কার্যক্রমে জড়িত থাকে।

 

সফরে দেশটির সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সফরটি এ-সংক্রান্ত নয়। তবে যদি সুযোগ থাকে, এ বিষয়ে আলোচনা করব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৮-১১ জুলাই মালয়েশিয়ায় এআরএফ মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। 

মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ ইসমাইল এর আগে দাবি করেন, আটক বাংলাদেশি শ্রমিকরা সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর কাছে অর্থ পাঠাতেন।

তারা মালয়েশিয়ায় কারখানা, নির্মাণ ও সেবা খাতে কাজ করতেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন