পেন্টাগনে সাংবাদিক প্রবেশে নতুন বিধিনিষেধ ট্রাম্প প্রশাসনের

gbn

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে সাংবাদিকদের প্রবেশ ও চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার (২৩ মে) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক আদেশে এই বিধিনিষেধ কার্যকর করেন। এর ফলে এখন থেকে পেন্টাগনের বেশিরভাগ এলাকায় সাংবাদিকদের সরকারি অনুমতি ও দেহরক্ষী ছাড়া প্রবেশ নিষিদ্ধ।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এসব পদক্ষেপ জাতীয় নিরাপত্তা ও সংবেদনশীল তথ্য রক্ষা করার জন্য জরুরি। হেগসেথ বলেন, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য ও কার্যক্রমের নিরাপত্তা রক্ষা করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য একেবারে অপরিহার্য।

 

তবে ‘পেন্টাগন প্রেস অ্যাসোসিয়েশন’ এই সিদ্ধান্তকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে। সংগঠনটি বলছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পরেও বিভিন্ন প্রশাসনের অধীনে সাংবাদিকরা অনিরাপত্তা শ্রেণির স্থানে অবাধে প্রবেশ করতে পেরেছেন—এ ধরনের নিরাপত্তা উদ্বেগ তখনো ছিল না।

 

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সাংবাদিকদের বলেন, এই হালনাগাদ ব্যবস্থা গৃহীত হয়েছে সংবেদনশীল তথ্য রক্ষা এবং মার্কিন সেনাদের অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে বাঁচাতে।

নতুন নিয়ম অনুযায়ী:

* প্রেস সদস্যদের নতুন পরিচয়পত্র দেওয়া হবে যাতে তাদের সাংবাদিক পরিচয় স্পষ্টভাবে চিহ্নিত থাকবে।
* তারা জাতীয় গোয়েন্দা তথ্য ও সংবেদনশীল উপাত্ত রক্ষার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার জানাবেন।
* ভবিষ্যতে সাংবাদিকদের জন্য আরও কঠোর নিরাপত্তা-ব্যবস্থা ও অনুমোদন প্রক্রিয়ার ঘোষণা আসবে বলে জানানো হয়েছে।

 

এদিকে, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই মার্কিন প্রশাসন ‘লিক’ রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এ পর্যন্ত অন্তত তিনজন কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমকে পেন্টাগন থেকে সরিয়ে নতুন কিছু ট্রাম্পঘনিষ্ঠ গণমাধ্যম—যেমন নিউইয়র্ক পোস্ট, ব্রেইটবার্ট, ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ককে সেখানে জায়গা দেওয়া হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কিছু কর্মীকে পলিগ্রাফ (মিথ্যা শনাক্তকরণ পরীক্ষা) দিতে বাধ্য করা হয়েছে বলেও একটি প্রতিবেদনে দাবি করা হয়।

হোয়াইট হাউজ জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তথ্য ফাঁসকারীদের প্রতি শূন্য সহনশীলতা দেখাবেন এবং এসব ফাঁসের জন্য দায়ীদের শাস্তির আওতায় আনা হবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন