পূর্ব লন্ডনের ফোর্ড স্পোর্টস গ্রাউন্ডে পর্দা উঠলো যুক্তরাজ্যের এথনিক মাইনোরিটির সবচেয়ে বড় এবং জনপ্রিয় ক্রিকেট সংগঠন ক্রিকেট প্লেয়ারস্ অ্যাসোসিয়েশন অফ মৌলভীবাজার ইউকে(CPAM UK)ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের। আটটি দলের অংশ গ্রহনে জমজমাট এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিপিএএম ইউকে কমিটির নির্বাহী সদস্য সালাউদ্দিন সবুজ এর উপস্থাপনার সিপিএএম ইউকে সভাপতি কাউন্সিলর সালেহ আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিপিএএম ইউকে সেক্রেটারি সৈয়দ করিম রুমেল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট স্ট্রাইকাস্ এর সরকারি কোচ রাসেল আহমেদ, সিপিএএম ইউকের ফাউন্ডার কনভেনার মুরাদ আহমেদ, সিপিএএম ইউকে সাবেক সভাপতি আব্দুস সালাম,
সিপিএএম ইউকে সাবেক সভাপতি রেদওয়ান আহমেদ, সাবেক সহ-সভাপতি নিজাম আহমেদ, বর্তমান সহ সভাপতি আকলাসুল মুমিন, নোমান আহমদ দুয়েল, সৈয়দ এলাহী পাপ্পু, সাবেক সেক্রেটারি সৈয়দ করিম ছায়েম, কোষাধক্ষ রেজওয়ান রউফ সহ আরো অনেকে।
উদ্বোধনী দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনের খেলায় প্রথম মাঠে বিবি ফাইটার ৫৬ রানে পরাজিত করে বর্তমান চ্যাম্পিয়ন ফাস্ট লাইন কে। দ্বিতীয় মাঠের খেলায় ক্যামডেন্ট টাইগার্স ব্রিস্টল মোহামেডান কে ৪ উইকেটে পরাজিত করে। তৃতীয় মাঠের খেলায় বোম্বাস্টিক বুলস ১৬২ রানে পরাজিত করে ফ্রেন্ডস ক্রিকেট ক্লাবকে। চতুর্থ মাঠের খেলায় লেক ভিউ ২৩ পরাজিত করে টটেনহাম স্পোর্টস ক্লাবকে।
খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকে। এছাড়াও যুবসমাজ কে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন