ক্লাব বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ সদস্যদের হারাতে বসেছে শীর্ষক্লাবগুলো। এই যেমন রিয়াল মাদ্রিদ এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে, তাদের ব্রাজিলিয়ান তরুণ তারকা এনদ্রিক খেলতে পারবেন না আগামী ক্লাব বিশ্বকাপ। কারণ, ইনজুরির কারণে দুই মাসেরও বেশি তাকে মাঠের বাইরে থাকতে হবে।
শুধু এনদ্রিকই নয়, ইনজুরির কারণে ক্লাব বিশ্বকাপ মিস করবেন জুদ বেলিংহ্যামও। কারণ তিনি দ্রুতই বাম কাঁধের অস্ত্রোপচার করাবেন। তবে, তিনি ক্লাব বিশ্বকাপ খেলবেন কি না, সেটা এখনও নিশ্চিত করা যায়নি। জানা গেছে, হয়তো বিশ্বকাপ খেলেই অস্ত্রোপচার করাবেন। জরুরি হলে আগেও করে ফেলতে পারেন।
রিয়ালের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ক্লাবের মেডিক্যাল টিম এনদ্রিকের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের পরীক্ষা-নীরিক্ষা করে দেখেছে। যেখানে দেখা গেছে, তিনি দীর্ঘদিনের জন্য মাঠে নামতে পারবেন না। রিয়াল মাদ্রিদ যদিও কোনো টাইমলাইন প্রকাশ করেনি। তবে জানা গেছে, অন্তত দুই মাসের জন্য মাঠে নামতে পারবেন না।
১৮ জুন রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে যাত্রা শুরু করবে। মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে তাদের প্রথম প্রতিপক্ষ সৌদি ক্লাব আল হিলাল। ক্লাব বিশ্বকাপেই নতুন পথচলা শুরু হবে রিয়ালের। কারণ, কার্লো আনচেলত্তির পরিবর্তে ক্লাব বিশ্বকাপে রিয়ালের ডাগআউটে দাঁড়াবেন নতুন কোচ জাবি আলোনসো।
জুদ বেলিংহ্যামের অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ হয়নি এখনও। তবে ক্লাব এবং খেলোয়াড় দুই পক্ষই চুক্তি করেছে, নতুন মৌসুম শুরুর আগেই যেন সুস্থ হয়ে উঠতে পারেন বেলিংহ্যাম, সেভাবেই প্রক্রিয়া এগুবে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন