‘আলী’ দিয়ে কান জয়, শাকিব বললেন ‘ঐতিহাসিক’

gbn

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে বিশেষ ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। শনিবার (২৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট) উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অংশ নেয়া বাংলাদেশের প্রথম ছবি এটাই। সাফল্যটাও তাই ঐতিহাসিক। এমন খবরে দেশের সিনেমাপাড়ায় বইছে খুশির বন্যা। অনেকে ‘আলী’ ছবির টিমকে শুভেচ্ছা জানাচ্ছেন।

 

সেই তালিকায় যোগ দিলেন দেশসেরা নায়ক শাকিব খানও। তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে ছবিটিকে শুভেচ্ছা জানিয়ে।

সেই পোস্টে লেখা হয়েছে, ‘বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। শাবাশ! আদনান ও টিম ‘আলী’।’

 

শাকিব খানের শুভেচ্ছা বার্তার মন্তব্যে আদনান আল রাজীব লিখেছেন, ‘ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।’

‘আলী’ সিনেমাটি কানে প্রদর্শিত হয় গত শুক্রবার। বিশেষ এ স্বীকৃতির পর ফেসবুকে আদনান আল রাজীব লিখেছেন, ‘এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ কান চলচ্চিত্র উৎসব।’

কান উৎসবের অফিশিয়াল সাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন