জুড়ীতে ছোট ভাইয়ের সম্পত্তি দখলের অভিযোগে বড়ভাই এর রবিরুদ্ধে - মায়ের সংবাদ সম্মেলন

gbn

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ের সম্পত্তি দখল ও আত্মসাতের বিরুদ্ধে বড় ভাইয়ের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন। ঘঠনাটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ২নং পূর্বজুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামে ঘঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইদানিং এ বিষয়গুলো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দক্ষিণ বড়ধামাই গ্রামের মৃত হাজী মোঃ ছওয়াব আলী মিয়ার কাতার প্রবাসী ছোট ছেলে ফখরুল ইসলামের পক্ষে ও বড় ছেলে মাসুক উদ্দিন আসুকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিচার চাইলেন মা হাজী ছইফুল বিবি। সংবাদ সম্মেলনের লিখিত অভিযোগ হুবহু তুলে ধরা হলো।

আমি হাজী ছইফুল বিবি, আমার স্বামী মরহুম হাজী মোঃ ছওয়াব আলী, গ্রামঃ দক্ষিণ বড়ধামাই, ডাকঘর: নয়াবাজার ৩২৫১, থানা: জুড়ী, জেলা: মৌলভীবাজার।

সম্প্রতি আপনারা ফেইসবুকে দেখেছেন বড়ধামাইয়ে প্রবাসী ছোট ভাই ফখরুলের সম্পত্তি আত্মসাতের অভিযোগ বড় ভাই আসুকের বিরুদ্ধে। এ নিয়ে আমি থানায় অভিযোগ ও দাখিল করেছি। কিন্তু আজ প্রায়  ১৫ দিন অতিবাহিত হলেও এর কোন বিচারিক সুরাহা হয়নি। বিস্তারিত ভাবে বলতে গেলে একটু পিছন থেকে বলতে হচ্ছে।

বিগত প্রায় ২০ বছর পূর্বে উক্ত জায়গাটি জরিপ করে সরেজমিনে জায়গায় প্রায় উনিশ শতক কম। এ বিষয়টা নিয়ে এ পর্যন্ত শতাধিকবার ভূমি জরিপও করা হয়। প্রতিবার জরিপের পরে সে বলে সে জরিপ বুঝে নাই। উক্ত জমির দক্ষিণ পাশের সিমানায় মরহুম হাজী মোঃ ফরিজ আলীর টিলা জমি রয়েছে।

এক পর্যায়ে এই জায়গা নিয়ে বিরোধ চরম পর্যায়ে বাধলে স্থানিয় এলাকার প্রবিন মুরুব্বি মরহুম আছাদ উদ্দিন আহমদ বটল, সাবেক ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ ও মতিউর রহমান চুনু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে সরজমিনে জরিপ কার্যক্রম পরিচালনা সাপেক্ষে পার্শ্ববর্তী জমির মালিক মৃত ফরিজ আলীর দখলে অতিরিক্ত ২৩ শতক জমি অবশিষ্ট এমতাবস্থায় প্রাথমিক আলোচনা সাপেক্ষে প্রাথমিক ভাবে ১১ শতক ফেরত দেওয়া হয় এবং অবশিষ্ট ১২ শতক পরবর্তীতে ২/৩ বছর পরে দেওয়া হবে বলে বিষয়টির মিমাংসা হয়।
 
বিগত এ ১৮-২০ বছর থেকে আসুক উদ্দিন মাশুক সে জায়গাটি একাই ভোগ করে আসছে। উক্ত জায়গার উপর সে নিজেই চারা লাগাচ্ছে, বিভিন্ন ফল-ফসলের গাছ থেকে সে একাই ফল ফসল ভোগ করছে। উক্ত জায়গাটি আসুক তার দখলে নেওয়ার দুই তিন বছরের মধ্যেই একটি ঝামেলা সৃষ্টি করে সে পরিবার থেকে পৃথক হয়ে যায়।  তারপর থেকে আসুক আমার ছোট ছেলে কাতার প্রবাসী ফখরুল ইসলামের বিরুদ্ধে ৫ থেকে ৬ টি বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দায়ের করে। দীর্ঘদিন হয়রানি হয়ে অবশেষে ফখরল ইসলাম উক্ত সব কয়টি মামলার রায় পান।  পরবর্তীতে ফখরুল ইসলামের বিরুদ্ধে এতসব মিথ্যা মামলা ও হয়রানি বিষয় নিয়ে পারিবারিকভাবে আলাপ আলোচনা সাপেক্ষে মাসুক উদ্দিন আসুক কে তার বর্তমান বাড়িটি ৩ লাখ টাকা দিয়ে কিনে দেওয়া হয়।  

সম্প্রতি ফখরুলের বাবা হাজী মোঃ ছওয়াব আলী মৃত্যুবরণ করার পর থেকেই আসুক পুরাতন বাড়ির জমি আত্মসাৎ করার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে। এ বিষয়ে ফখরুল ইসলাম বড় ভাই আসুক উদ্দিন মাসুককে অনুরোধ জানান উক্ত জায়গা নিয়ে নতুন করে আর কোন বিরোধে না জড়ানোর জন্য। ফখরুল কাতার থেকে দেশে আসার পর  সবাই এক সাথে মিলে জরিপ করে সবার নিজ নিজ জায়গা বন্টন করে বুঝিয়ে নেওয়া হবে কিন্তু আসুক উদ্দিন মাসুক সে কথা দিয়েও কথা রাখেনি। ফখরুল প্রবাসে চলে যাওয়ার পর থেকে আসুক এই জায়গাটি নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকে। আসুক একপর্যায়ে বাড়ির জমির উপর বিভিন্ন ধরনের ফসলের গাছ বিক্রি করতে আসুককে স্থানিয় মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে আপত্তি দেওয়া হয় এবং ফখরুল দেশে আসার পরে যার যার জমি বুজে নেওয়ার কথাও বলা হয় এবং মরহুম ফরিজ আলী সাহেবের পক্ষ থেকে জায়গাটি জরিপ সাপেক্ষে আসুক বা ফখরুলের পাওনা হলে ফিরিয়ে নেওয়ার কথাও বলা হয়। তারপরও আসুকের ষড়যন্ত্রের বিষয়ে থানায় একটি মামলা করা হলে আসুক লিখিত দিয়ে আপোষ করার পরও ফখরুল ও নজরুলের জমি  আত্মসাতে লিপ্ত। স্থানীয় বিএনপির এক নেতার ছত্রছায়ায় আসুক এই জমি দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন নাম ধারী কতিত এই রাজনীতি বিদদের দ্বারা প্রভাবিত। মামলা করার আজ এতদিন পর ও পুলিশ মামলাটি এফআইআর করে আসামিকে গ্রেফতার করে নাই।  আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এবং আইসৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন