কুলাউড়া প্রতিনিধি //
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় আলোচনাসভা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (২৫ মে) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি তার বক্তব্যে জাতীয় কবি নজরুল ইসলামের জীবনী ও আদর্শ তুলে ধরে শিশু-কিশোরদের মাঝে তার বিদ্রোহী চেতনা ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রভাষক মাজহারুল ইসলাম ও প্রভাষক খালিক উদ্দিন প্রমুখ। সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন