মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় কবি কাজী নজরুলের জন্মবার্ষিকী উদযাপন

gbn

কুলাউড়া প্রতিনিধি //

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় আলোচনাসভা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

 

 

রবিবার (২৫ মে) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি তার বক্তব্যে জাতীয় কবি নজরুল ইসলামের জীবনী ও আদর্শ তুলে ধরে শিশু-কিশোরদের মাঝে তার বিদ্রোহী চেতনা ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রভাষক মাজহারুল ইসলাম ও প্রভাষক খালিক উদ্দিন প্রমুখ। সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন