জুলাই গণহত্যা, হাসিনা-কামাল-মামুনের মামলার তদন্ত শেষ আজ প্রতিবেদন দাখিল

gbn

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত শেষ হয়েছে। আজ সোমবার এ বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিক ব্রিফ করবে প্রসিকিউশন।

এর আগে শুক্রবার দুপুরে ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম লেখেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট সোমবার চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করবে আশা করছি। তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ‘ফরমাল চার্জ’ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।

 

একটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথাও পোস্টে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তিনি লেখেন, ‘ইতিমধ্যে চানখাঁরপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে এবং এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে ইনশাআল্লাহ।’

জানা গেছে, জুলাই-আগস্টের অভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ২০ এপ্রিল আরো দুই মাস সময় বাড়ানো হয়।

আগামী ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ রয়েছে।

 

এ ছাড়া সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, আমলাসহ ৪৫ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়ও ওই দিন তিন মাস বাড়ানো হয়। আগামী ২০ জুলাই এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য রয়েছে। প্রসিকিউশনের আবেদনে মামলা দুটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ নিয়ে তিনবার সময় বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

গণ-অভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে গত ১৭ অক্টোবর এই দুই মামলার বিষয়ে প্রথম শুনানি হয়। সেদিন প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ এই ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানাভুক্তদের মধ্যে এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন