কুলাউড়া প্রতিনিধি //
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে সৌদি প্রবাসীর বসতভিটার জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী রোববার (১১ মে) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সেনগুপ্তা ইয়াসমিন সুমি জানান, তার স্বামী আবু তাহের সিপার দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। দেশে তিনি দুই শিশুসন্তানসহ বসবাস করছেন। এই সুযোগে স্বামীর আপন বড় ভাই মন্তর মিয়া জোরপূর্বক তাদের বসতভিটা ও পুকুরের জায়গা দখল করে ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, কাজ বন্ধ করতে বারবার অনুরোধ করা হলেও মন্তর মিয়া তাতে কর্ণপাত না করে উল্টো বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে তাদের বাড়ি ছাড়ার নির্দেশ দেন। এমনকি একপর্যায়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি।
নিরাপত্তাহীনতায় ভুগে অবশেষে থানায় একটি লিখিত অভিযোগও দাখিল করেন তিনি।
এ বিষয়ে কুলাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহিম বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন