Bangla Newspaper

বাঙালি কন্যা অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা

49

জিবি নিউজ24 ডেস্ক //

‘দুপুর ঠাকুরপো’-র ঝুমা বউদি তিনি। যেমন তাঁর রূপ, তেমনি তাঁর আবেদন। বুঝতেই পারছেন কলকাতার বাঙালি কন্যা অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসার কথাই বলা হচ্ছে।

ভোজপুরি সিনেমায় অভিনয় করে, বিগ বসের ঘরে গিয়ে দীর্ঘদিনের বন্ধু বিক্রান্ত সিং রাজপুতকে বিয়ে করে, দেওরদের মন কাড়তে চলে আসেন ‘দুপুর ঠাকুরপোটূা।

সম্প্রতি মোনালিসা তথা অন্তরা বিশ্বাসের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল সাইটে। যেখানে স্লিভলেস সালওয়ার কামিজ পরে ‘চিকনি চামেলি’-তে কোমর দোলাতে দেখা যায় তাঁকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মোনালিসা সেই ভিডিও শেয়ারও করেন। আর তারপরই সেটি ভাইরাল হয়ে যায় হু হু করে।

‘দুপুর ঠাকুরপো’-র মতো জনপ্রিয় ওয়েব সিরিজ শেষ হওয়ার পর এখনও পর্যন্ত আর কোনও বাংলা প্রজেক্টে দেখা যায়নি মোনালিসাকে।

Comments
Loading...