দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে

gbn

স্টার হান্টের মাধ্যমে নতুন দুই তারকা পেলো দীপ্ত। দীপ্ত স্টার হান্ট রিয়েলিটি শোয়ে চ্যাম্পিয়ান হয়েছেন কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ এবং বরিশালের সাকিব হোসেন। প্রতিযোগিতার বিজয়ী হিসেবে পুরস্কারের পাশাপাশি তারা পাচ্ছেন বিভিন্ন রকম কাজের সুযোগ।

৯ মে রাত ১০টায় প্রচারিত হয় দীপ্ত স্টার হান্টের গ্র্যান্ড ফিনালে। মিষ্টি ও সাকিব ছাড়াও এ প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছেন যশোরের ফারিহা রহমান এবং বরিশালের শফিউল রাজ, দ্বিতীয় রানার্স আপ হয়েছেন সিলেটের সানজিদা চৌধুরী এবং বরিশালের হাফিজ রহমান।

 

দীপ্ত স্টার হান্ট গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজনে ছিলো টপ ৬ প্রতিযোগীর নাচ, কমেডি স্কিট এবং মিউজিক ম্যাশআপ। অংশ নেন সন্ধি, সভ্যতা ও কর্নিয়া। জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন রিয়েলিটি শোর জুরি তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াত রশিদ মিথিলা।

দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকেমিষ্টি ঘোষ

 

এছাড়া আয়োজকদের মধ্যে ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, দীপ্ত টিভির প্রধান নির্বাহী তাসনুভা আহমেদ টিনা, চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, নির্মাতা অনিমেষ আইচ, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও নাট্যনির্মাতা।

দীপ্ত স্টার হান্টের বিজয়ীরা বড়পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ পাবেন। তাদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে কাজী মিডিয়া লিমিটেড, যেখানে তারা নিয়মিত কাজের সুযোগ পাবেন।

দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে

 

 

 

দীপ্ত স্টার হান্টের গ্র্যান্ড ফিনালে সঞ্চালনা করেছেন রাফসান সাবাব এবং ইসমাত জেরিন চৈতি। দীপ্ত প্লে ও দীপ্ত ডিজিটালের অন্য মাধ্যমগুলোতে দর্শকেরা উপভোগ করতে পারবেন এ অনুষ্ঠান।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন