লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সোরলোথের

gbn

লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড করেছেন অ্যাতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার আলেকজান্ডার সোরলোথ। গতকাল শনিবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এই রেকর্ড করেন তিনি।

শনিবার ঘরের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো। দলের হয়ে ৪টি গোলই করেন সোরলোথ। এর মধ্যে প্রথম ৩ গোল করেন ম্যাচের মাত্র ১১ মিনিটের মধ্যেই। যা লা লিগার ইতিহাসে এখন পর্যন্ত দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড।

 

এরপর ৩০তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করে দলের বড় জয়ের ব্যবধান নিশ্চিত করেন সোরলোথ।

অ্যাতলেতিকো লিগ শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে আগেই। তাদের অবস্থান এখন ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ৯ এবং দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে।

 

সোসিয়েদাদ শেষ পাঁচ লিগ ম্যাচে কোনো জয় পায়নি এবং এখন ৪৩ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে অবস্থান করছে।

শনিবার ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় অ্যাতলেতিকো। পাবলো বারিওসের লং পাস থেকে গোল করেন সোরলোথ। ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ৩ মিনিট পরই বক্সের প্রান্ত থেকে নিচের কর্নারে বল পাঠিয়ে দ্বিতীয় গোল করেন।

এর ঠিক এক মিনিট পর কাছ থেকে আক্রমণের মাধ্যমে হ্যাটট্রিক পূর্ণ করেন সোরলোথ। যা ছিল বার্সেলোনা ফরোয়ার্ড এডমুন্ডো সুয়ারেজের ১৯৪১ সালের এবং কার্লেস বেসটিতের ১৯২৯ সালের হ্যাটট্রিকের চেয়েও চার মিনিট কম সময়ে।

 

তবে সোরলোথ এখানেই থামেননি। ৩০ মিনিটে তিনি জাভি গালানের পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিং করেন এবং নিজের চতুর্থ গোল করেন।

এই ম্যাচের পর সোরলোথ লা লিগায় আতলেতিকোর সর্বোচ্চ গোলদাতা হয়ে ওঠেন। তার গোলসংখ্যা এখন ১৭, যা সাসপেনশনের কারণে অনুপস্থিত থাকা হুলিয়ান আলভারেজের চেয়ে ২টি বেশি।

এর আগে গত বছরের মে মাসে ভিয়ারিয়ালের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫৬ মিনিটের মধ্যে চার গোল করেন সারলোথ এবং দলকে ৪-৪ গোলে সমতা আনতে সাহায্য করেন।

 

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি গোলের সুযোগ পান সারলোথ। তবে পেনাল্টি স্পটের কাছ থেকে তার শট ক্রসবারে লেগে ফেরত আসে।

 

 

 

অ্যাতলেতিকো পুরো ম্যাচে দাপট দেখায়। অন্যদিকে সোসিয়েদাদ টানা তিনটি লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হয়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন