কঙ্গোতে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু

gbn

কঙ্গোর পূর্বাঞ্চলে ট্যাঙ্গানইকা হ্রদের তীরবর্তী কাসাবা গ্রামে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ কিভু প্রদেশের ফিজি এলাকার অন্তর্গত এই গ্রামে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের মধ্যে প্রবল বৃষ্টিপাত ও দমকা হাওয়ার ফলে কাসাবা নদীর পানি উপচে পড়ে এবং এই বিপর্যয়ের সৃষ্টি হয়।

দক্ষিণ কিভু সরকারের মুখপাত্র দিদিয়ে লুগানিয়া জানিয়েছেন, এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আরও ৩০ জন আহত হয়েছেন। তবে ফিজি অঞ্চলের প্রশাসক স্যামি কালোদজি শনিবার রাতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ১০০ জনের বেশি হতে পারে।

 

এই দুর্যোগ এমন সময়ে ঘটলো, যখন মধ্য আফ্রিকার দেশটি নিরাপত্তাজনিত সংকটে রয়েছে। বছরের শুরু থেকে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পূর্বাঞ্চলে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তবে কাসাবা গ্রাম এখনো কিনশাসার প্রশাসনিক নিয়ন্ত্রণেই রয়েছে এবং এম২৩-এর দখলে যাওয়া অঞ্চলের বাইরে।

 

 

 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কাসাবা এলাকা কেবল ট্যাঙ্গানইকা হ্রদ দিয়ে পৌঁছানো সম্ভব এবং সেখানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সূত্র: রয়টার্স

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন