বই পড়া মানে সম্পদ ও সময়ের অপচয়!

gbn

বই পড়লেই তো আপনার চোখ ফোটাবে। তখন সাদাকে সাদা আর কালোকে কালো বলার ইচ্ছা ও সাহস প্রবল হবে।

রাজু আহমেদ, প্রাবন্ধিক।  

বই পড়া বাদ দিন। তওবা করুন বই না পড়ার! বই পড়বেন মানে আপনি সমস্যায় পড়তে থাকবেন। শত্রু বাড়তে থাকবে। বই পড়বেন আর অন্যায় মেনে নেবেন—এই দুই কাজ একসাথে করতে পারবেন না। যত বই পড়বেন, তত অন্যায়ের কাছে নতিস্বীকার করতে ভুলে যাবেন। সমাজ আসলে এসব মানবে না।

 

বই পড়লেই যার-তার সাথে 'সহমত ভাই' বলার যোগ্যতা হারাবেন। অন্যের সাথে তখন কেবল যুক্তি দিতে ইচ্ছা করবে। কেউ ভুল করলে, সে শুধরে দেওয়ার বোধ কাজ করবে। কিন্তু সে বেঠিক—সেটা কেউ সহজে মানতে নারাজ। যুদ্ধ হবে, তবুও ভুল স্বীকার করবে না। দুনিয়াবাসী প্রবলভাবে অপছন্দ করে যুক্তিবাদী মানুষ। আপনি অন্ধভাবে, প্রশ্ন করা ছাড়া সব মেনে নিলে—আপনার চেয়ে ভালো মানুষ এই দুনিয়ায় দ্বিতীয়টি হয় না। তখন খুব প্রশংসা পাবেন।

 

বই পড়লেই তো আপনার চোখ ফোটাবে। তখন সাদাকে সাদা আর কালোকে কালো বলার ইচ্ছা ও সাহস প্রবল হবে। অন্যায়ের প্রতিবাদ করার বাসনা জাগবে। ন্যায়কে প্রতিষ্ঠা করার সমরে লড়বেন। কালো অক্ষরের যে আপনাকে জাগিয়ে তোলার এ-তো বিপুল ক্ষমতা আছে—তা বই না পড়লে অনুধাবন করতে পারবেন না। যদি আলু মার্কা জীবনযাপন করতে চান, যদি দুধ-ভাত হয়ে বাঁচতে চান, তবে আপনার প্রথম কাজ হচ্ছে বই পড়া ছেড়ে দেওয়া। ঘরে কিংবা নাগালে কোনো বই রাখবেন না। বই থেকে একশো গজ দূরে থাকবেন। মনে করবেন—বই ধ্বংসাত্মক!

 

পড়ার অভ্যাস মানুষকে প্রশ্ন করতে শেখায়। আপনি পড়লেই তো অন্যকে প্রশ্ন করবেন। সবাই উত্তর শুনতে চায় এবং ভয় করে প্রশ্নের মুখোমুখি হতে। প্রশ্ন যে কেঁচো থেকে কেউটে বের করে আনে। থলের বিড়াল সবাই লুকিয়ে রাখতে চায়। বই না পড়ার দু'টো উপকারিতা—বই কিনতে পয়সা খরচ হবে না, বই পড়তে সময় অপচয় হবে না। সবচেয়ে বড় উপকারিতা—অন্তত গর্দভদের শত্রু হতে হবে না। তখন চতুররাও আপনার প্রতিপক্ষ হবে না।

 

দুনিয়ায় যেহেতু এসেই পড়েছেন, কাজেই ভোগ এবং উপভোগ করুন। বই পড়ে বোকা ও বেকুবরা—লোকে বলে! গর্দভদের দুনিয়ায় বিচরণ করা সহজ। অন্ধদের শাসন ও শোষণ করা আরও সহজ। জ্ঞাতদের অজ্ঞাতেও ঠকানো কঠিন। বই মানুষকে জাগ্রত করে—ক্ষমতালোভীরা এটা সহ্য করতে পারে না। তাই তো সমাজের সব শত্রুতা জ্ঞানীদের সাথে। জ্ঞানীরা ধ্বংস হলেই বরং দানবদের সভ্যতা টিকে যায়!

 

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন