যুক্তরাষ্ট্রের আনন্দমেলায় বাংলাদেশের একঝাঁক তারকা

gbn

প্রবাসী বাংলাদেশিদের প্রাণের উৎসব ‘আনন্দমেলা’ আবারও রঙ ছড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। ১৯ ও ২০ জুলাই, দুই দিনব্যাপী এই জমকালো আয়োজন বসছে শহরের প্রাণকেন্দ্র ‘লিটল বাংলাদেশে’। প্রতি বছরের মতো এবারও মেলা হয়ে উঠবে প্রবাসীদের মিলনমেলা।

সেখানে থাকবে নাচ, গান আর বাংলাদেশের সংস্কৃতির নানা পরিবেশনা।

 

এবারের আয়োজনে বাংলাদেশের বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা অংশ নিতে ইতিমধ্যেই পাড়ি জমিয়েছেন আমেরিকায়। মঞ্চ মাতাতে প্রস্তুত জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, আর্নিক ও আবু নাঈম। থাকছেন অভিনেত্রী পারসা ইভানা, মৌসুমী মৌ ও নীল হুরে জাহান। সঙ্গে থাকবেন চিত্রনায়ক জায়েদ খানও।

নাচের ছন্দে উচ্ছ্বাস ছড়াবেন নৃত্যশিল্পী আলিফ ও গায়িকা ইচ্ছা।

 

প্রথমবার ‘আনন্দমেলা’য় অংশ নিচ্ছেন প্রীতম হাসান। যুক্তরাষ্ট্র থেকে তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রে কনসার্ট করছি। এবার আনন্দমেলায়ও গান গাইব। দারুণ রোমাঞ্চকর। প্রবাসীরা বছরের পর বছর ধরে এই আয়োজন করে আসছেন। এবার আমি সেই আনন্দের সঙ্গী।’

 

 

 

উল্লেখ্য, এর আগে ‘আনন্দমেলা’র মঞ্চ কাঁপিয়েছেন জনপ্রিয় তারকারা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, অপু বিশ্বাস, পূর্ণিমা প্রমুখ। গানে মুগ্ধতা ছড়িয়েছেন তাহসান, এস আই টুটুল।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন