একাদশ সংসদ নির্বাচন চাঁপাইনবাবগঞ্জে আ’লীগ প্রার্থীর সাথে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষদের মতবিনিময়

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-২(ভোলাহাট,গোমস্তাপুর ও নাচোল) আসনে আ’লীগ প্রার্থী জিয়াউর রহমানের সাথে নির্বাচনী মতবিনিময় করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা। গত রোববার (১৬’ডিসেম্বর) বিকেল গোমস্তাপুর উপজেলার সোনাবর কলেজ মাঠে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুর্মু। সভায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষদের দাবীর প্রেক্ষিতে তাদের ভূমি রক্ষায় পদক্ষেপ গ্রহনের প্রতিশ্রæতি দেন নৌকা প্রতীকের প্রার্থী। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষরা ভুমিদস্যুদের কবল থেকে তাদের ও তাদের ভূমি রক্ষার দাবী জানিয়ে একটি প্রার্থীকে একটি স্মারকলিপি প্রদান করেন। সভায় বক্তব্য দেন,পুজা উদযাপন পরিষদ,গোমস্তাপুর উপজেলা শাখা সভাপতি গৌতম রায়,সাধারন সম্পাদক ডলার সাহার,আদিবাসী নেত্রী অনিতা রাজোয়ার। ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষদের দাবী সম্পর্কে প্রার্থী,সাবেক সাংসদ ও জেলা আ’লীগের সহসভাপতি জিয়াউর রহমান বলেন,আপনাদের ভূমি সমস্যা সমাধানে উদ্যেগ নেয়া হবে। তিনি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষদের নৌকায় ভোট দেবার আহŸান জানান। ##