জিবি নিউজ প্রতিনিধি//
সিলেটের কানাইঘাট থানার বীরদল এলাকায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা। গ্রেফতারকৃত যুবকের নাম মো. জাকারিয়া (৩৫)। তিনি কানাইঘাট উপজেলার বীরদল (পুরানফৌদ) গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ৭নং নুরপুর ইউনিয়নের সুতাং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন