সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
মৌলভীবাজার এর সুপরিচিত ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মুনিম আহমদ রিমন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সিলেট উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের ২৯তম সাধারণ সভায় রিমনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এটি ছিল রিমনের দক্ষতা ও সমাজের ইতিবাচক ভূমিকার স্বীকৃতি।
নতুন দায়িত্বপ্রাপ্ত তরুণ সাধারণ সম্পাদক বাংলাদেশ স্কাউটস আন্দোলনের বিকাশ, তরুণদের সুশিক্ষিত করে গড়ে তোলা এবং পরিবেশ আন্দোলনে ও সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে সিলেটবাসী ও সংশ্লিষ্ট সবাই আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন