কে এম আবু তাহের চৌধুরী ||
বিশিষ্ট লেখক ,গবেষক ও ইতিহাসবীদ সৈয়দ জয়নাল আবেদীন এডভোকেট রচিত বৃটিশ বিরোধী আন্দোলন ,আজাদী আন্দোলন ,খেলাফত আন্দোলন ও সিলেট গনভোটের সংগ্রামী নেতা ,প্রখ্যাত সাংবাদিক ও বাগ্মী মাওলানা আব্দুর রহমান চৌধুরী সিংকাপনী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে আজ ২৬ অক্টোবর রবিবার ভ্যলেন্স রোডের কমিউনিটি হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
কবি-কলামিষ্ট শিহাবুজ্জামান কামালের সভাপতিত্বে ও কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন মুফতি শায়েখ সালেহ আহমদ ,শেখ মোঃ মফিজুর রহমান ,অধ্যাপক এ কে শহীদুর রহমান ,কাউন্সিলার আবু তালহা চৌধুরী ,খান জামাল নুরুল ইসলাম ,হাজী আবুল বাশার ,ডাঃ গিয়াস উদ্দিন আহমদ ,শফিক মিয়া প্রমুখ ।
সভায় আগামী ১৬ বা ২৩ নভেম্বর প্রকাশনা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় ।সভায় একটি প্রকাশনা উদযাপন কমিটি গঠণ করা হয় ।এ কমিটির কর্মকর্তারা হলেন ,আহ্বায়ক -মাওলানা আব্দুল মালিক ,যুগ্ম আহ্বায়ক -মুফতি শায়েখ সালেহ আহমদ ,শেখ মোঃ মফিজুর রহমান,ডঃ মোহাম্মদ আবুল লায়েছ ,বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান ,কবি শিহাবুজ্জামান কামাল ,অধ্যাপক এ কে শহীদুর রহমান ওখান জামাল নুরুল ইসলাম ।
সদস্য সচিব - কে এম আবু তাহের চৌধুরী ,যুগ্ম সদস্য সচিব -মিছবাউর রহমান চৌধুরী ,অর্থ সচিব-কাউন্সিলার আবু তালহা চৌধুরী ,যুগ্ম অর্থ সচিব -রুহুল আফসার মোর্শেদ ,প্রেস সচিব -খালেদ মাসুদ রনি ,যুগ্ম প্রেস সচিব - আমিনুর চৌধুরী ।
সদস্যবৃন্দ -মাহিদুর রহমান ,হাফেজ সৈয়দ নায়ীম আহমদ ,মাওলানা আব্দুল বাছিত ,হাফিজ হোসাইন আহমদ ,মাওলানা আবুল হাসনাত চৌধুরী ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ,আলহাজ্ব রফিক উল্লাহ ,এম এ রব ,হাজী ফারুক মিয়া ,মো: শফিক আহমদ ,হাজী সুরুক মিয়া ,শফিক মিয়া ,নোমান চৌধুরী ,ইকবাল হামিদ চৌধুরী ,সুহেল হামিদ চৌধুরী ,মিফতাহ চৌধুরী ,খালেদ চৌধুরী .আবু আনাছ চৌধুরী ,আবু আক্কাছ চৌধুরী ,রায়হান চৌধুরী ,আব্দুল কাদির আদিল চৌধুরী ,মোহাম্মদ হেলাল,সাংবাদিক জয়নাল আবেদিন ,শেখ ফারুক আহমদ ,মশাহিদুর রহমান ,হারুনুর রশীদ ,শামসুল ইসলাম মুরাদ ও রেদওয়ানুর রহমান ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন