অ্যাশেজ সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পিঠের চোটের কারণে অধিনায়ক প্যাট কামিন্স প্রথম টেস্টে খেলতে পারবেন না বলে রবিবার নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
২১ নভেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজ।
তবে কামিন্স এখনো বোলিং শুরু করতে পারেননি। বোর্ড জানিয়েছে, তিনি খুব শিগগিরই অনুশীলনে ফিরবেন, এবং ৪ ডিসেম্বর ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে খেলার লক্ষ্য নিয়েই কাজ করছেন।
৩২ বছর বয়সী কামিন্স গত জুলাইয়ের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। সেপ্টেম্বরে পিঠের ল্যাম্বার স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ায় তাকে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ থেকেও ছিটকে যেতে হয়।
দুই সপ্তাহ আগে কামিন্স নিজেই জানিয়েছিলেন, সময় একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ ম্যাচ ফিট হতে নেটে অন্তত এক মাস অনুশীলন দরকার।’
২০২১-২২ মৌসুমে অ্যাশেজ সিরিজ শুরুর ঠিক আগে অধিনায়ক হন কামিন্স। সেই সিরিজে কোভিড পরিস্থিতিতে দ্বিতীয় টেস্ট মিস করলেও দল ৪-০ ব্যবধানে জয় পায়। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া জিতেছে ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ।
একই বছরে ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যাশেজ ২-২ সমতায় শেষ হয়।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন