জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতের দাবি জুলাই শহীদ পরিবারের

gbn

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে জুলাই শহীদ পরিবারের সদস্যরা। তারা বলেছেন, এই সনদের আইনি ভিত্তি থাকা প্রয়োজন। একইসঙ্গে শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
 
রবিবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জুলাই শহীদ পরিবারের ১০ সদস্যের প্রতিনিধিদলের বৈঠকে এসব কথা বলেন তারা।

 

 

 

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে শহীদ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম ভূঁইয়া (শহীদ ফারহান ফাইয়াজের বাবা), মীর মোস্তাফিজুর রহমান (শহীদ মুগ্ধর বাবা),  মো. মহিউদ্দীন (শহীদ ইয়ামিনের বাবা), কবির হোসেন (শহীদ জাবির ইব্রাহিমের বাবা), মোহাম্মদ আবদুল মতিন (শহীদ শাহরিয়ারের বাবা), মো. গোলাম রাজ্জাক (শহীদ রিয়ানের বাবা), মো. গাউছ উল্লাহ (শহীদ আব্দুল্লাহর ভাই), সাইফ আহমেদ খান (শহীদ আব্দুল হান্নানের ছেলে), মো. ওবায়দুল হক, সৈয়দ গাজীউর রহমান (শহীদ মোন্তাসিরের বাবা)।


 

বৈঠকে জুলাই শহীদ পরিবারের সদস্যরা কমিশনকে অবহিত করেন যে, যেসব আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে তাদের সন্তানরা জীবন উৎসর্গ করেছেন, তা আজও পূরণ হয়নি। বরং বিভিন্ন দপ্তর থেকে তারা নানাভাবে লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হচ্ছেন।

নানা সময়ে নিজেদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করলেও অদৃশ্য প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয়নি। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে কমিশনকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

 

এ সময় কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই ফাউন্ডেশন এই বিষয়ে কাজ করে যাচ্ছে। তবে শহীদ পরিবারবর্গ যে প্রত্যাশিত সেবা পাচ্ছেন না এবং বঞ্চনার শিকার হচ্ছেন, তা তাদের জানা ছিল না।

উত্থাপিত বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন কমিশন সদস্যরা। এ ছাড়া শহীদ পরিবারবর্গ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তাদের সহযোগিতার আশ্বাস দেয় কমিশন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন