টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায়। আইসিসির এই টুর্নামেন্টকে সামনে রেখে সব দলই নিশ্চিতভাবে চাইবে ভালো প্রস্তুতি নিয়ে অংশ নিতে। বিশ্বকাপের আগে মুখোমুখি দ্বিপক্ষীয় সিরিজে প্রতিপক্ষকে সহজ হারাতে। যেন কোনো চ্যালেঞ্জই জানাতে না পারে প্রতিপক্ষ।
কিন্তু লিটন দাস চাচ্ছেন বাংলাদেশ যেন বিশ্বকাপের আগে চ্যালেঞ্জের মুখে পড়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমি দুটি সিরিজে চাই, যেন আমাদের খেলোয়াড়রা চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি মনে করি, এই ছয়টা ম্যাচে আমরা যতটা পিছিয়ে থাকব, ততটাই ভালো।
ব্যাকফুটে থাকব, এর অর্থ… চ্যালেঞ্জের কথা বলছি।’
চ্যালেঞ্জের কথা বললেও ম্যাচে হারতে চান না লিটন। বাংলাদেশের অধিনায়ক বলেছন, ‘এই না যে, আমরা ম্যাচে পিছিয়ে থাকব। আমি চাই, বোলাররা যখন বল করবে তখন যেন চাপ থাকে।
যে জিনিসগুলো ভবিষ্যৎ মানে সামনে যেহেতু বিশ্বকাপ, সেখানে আমাকে সাহায্য করবে।’
আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। সিরিজে ক্রিকেটাররা প্রত্যাশার প্রতিদান দেবেন—এমনটাই আশা করছেন লিটন। উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘একেকজনের একেক ধরনের চিন্তাভাবনা থাকে (শেখার বিষয়ে)। আমার মনে হয়, বাংলাদেশ দল অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, এখন যেসব খেলোয়াড় খেলছে—আশা করব যে তারা প্রত্যাশার প্রতিদান দেবে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন