
জিবি নিউজ 24 ডেস্ক//
বিয়ে সারলেন রণবীর-দীপিকা। আর তারপর থেকেই বলিউডের অন্যতম চর্চিত জুটি আলিয়া-রণবীরের বিয়ে নিয়েও উৎসাহ দেখা যাচ্ছে বিভিন্ন মহলে। কিন্তু, নিজেদের সম্পর্ক নিয়ে কতটা খুশি দু’জনে? কোথাও কি আলগা হয়েছে সুতোর বাঁধন?
‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়েই আরও কাছাকাছি আসেন রণবীর-আলিয়া। সোনম কাপুরের বিয়েতে তাঁদের একসঙ্গে দেখা যায়। তাঁদের উপস্থিতি আর বডি ল্যাঙ্গুয়েজ সেদিনই বলে দিয়েছিল অনেককিছু। এরপর তাঁরা ক্যামেরার সামনে একসঙ্গে ধরা দিয়েছেন বিভিন্ন সময়ে।
সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে তোলা কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে আলিয়াকে দেখাচ্ছে উদ্বিগ্ন, আর পাশে বসে থাকা রণবীর ব্যস্ত তাঁর মোবাইল ফোনে। যেন পাশে থেকেও সঙ্গে নেই তাঁরা। কেন এরকম হল? এর আগে তো কোনও ছবিতে তাঁদের এত ছাড়াছাড়া দেখায়নি