মৌলভীবাজারে ই-জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

gbn

মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে ই-জিপি বিষয়ক কর্মশালা। মঙ্গলবার মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আশফাকুর রহমান। তিনি বলেন, সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি সিস্টেম উল্লেখযোগ্য সুফল বয়ে এনেছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন সভাপতিত্ব করেন। কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান,এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান,প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, নজরুল ইসলাম মুহিব,সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী,ঠিকাদার মোঃ শাহিন আহমদ,তোফায়েল আহমদ তুয়েলসহ প্রমুখ। মির্জা আশফাকুর রহমান বলেন, ই-জিপিকে একটি পূর্ণাঙ্গ অনলাইন সিস্টেমে পরিণত করার জন্য এতে কিছু নতুন মডিউল যুক্ত করা হয়েছে। তিনি বলেন, মোট সরকারি ক্রয়ের প্রায় ৭০ শতাংশ এখন ই- জিপি’র মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি দেশে ই-জিপি বাস্তবায়নের মাধ্যমে সরকারি ক্রয়ের ক্ষেত্রে অর্জিত ইতিবাচক ফলাফলগুলিও উল্লেখ করেন। ‘এ পর্যন্ত ১১টি দেশ এবং পাঁচটি আন্তর্জাতিক সংস্থা আমাদের ই-জিপি সাফল্য সম্পর্কে জানার জন্য বিপিপিএ পরিদর্শন করেছে’। তিনি উল্লেখ করে বলেন, ই-জিপি এখন সরকারি ক্রয় প্রক্রিয়ায় ক্রয়কারী সংস্থাগুলির জন্য বাধ্যতামূলক। স্থানীয় ক্রয়কারী সংস্থা, দর দাতা, ব্যাংক ও গণমাধ্যমের প্রায় ৭৫ জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন। কিছু ক্রয়কারী সংস্থা ও দরদাতা সরকারি ক্রয় ও ই-জিপি সিস্টেম সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন। বিপিপিএ (পূর্বতন সিপিটিইউ) সরকারি ক্রয়ের ডিজিটাইজেশনের জন্য ই-জিপি চালু করে। ২০১১ সালের ২ জুন ই-জিপি পোর্টাল উদ্বোধন করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন