শেষ মুহূর্তে বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করে রিয়াল মাদ্রিদকে নাটকীয় জয় উপহার দিয়েছেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার অবিশ্বাস্য গোলে জার্মান বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে রিয়াল।
ফাইনালে ওঠার লড়াইয়ে রিয়ালের প্রতিপক্ষ এমবাপের সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে।
গতকাল শনিবার ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ৫ মিনিটের ব্যবধানে উভয় দলের মোট তিনটি গোল হয়। ৯৩ মিনিটে ডর্টমুন্ডের ম্যাক্সিমিলিয়ান বিয়ার নিজেদের প্রথম গোল করে ব্যবধান ২-১ এ কমিয়ে আনেন।
এর এক মিনিট পরেই (৯৪ মিনিটে) বদলি হয়ে নামা এমবাপে এক মনোমুগ্ধকর বাইসাইকেল কিকে ব্যবধান আবারও দুইয়ে (৩-১) নিয়ে যান। ৬৭ মিনিটে জুড বেলিংহামের বদলি হিসেবে মাঠে নামেন এমবাপে।
৯৮ মিনিটে ডিন হুইসেনের ফাউলে পেনাল্টি পায় বরুশিয়া। লাল কার্ড দেখেন রিয়াল তারকা। ডর্টমুন্ডের সেরহু গুইরেসি পেনাল্টি থেকে গোল করেন। ফলে ব্যবধান দাঁড়ায় ৩-২।
শেষ মুহূর্তে নাটকীয়তা চরমে পৌঁছায়। ডর্টমুন্ডের মার্সেল সাবিৎসারের সম্ভাব্য সমতাসূচক শট ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থুবো কর্তোয়া। শেষ বাঁশি বেজে ওঠার আগ পর্যন্ত লিড ধরে রাখে রিয়াল।
এর আগে ম্যাচের শুরুতেই লিড নেয় রিয়াল। মাত্র ১০ মিনিটেই আর্দা গুলারের অ্যাসিস্টে গোল করে লস ব্লাঙ্কসদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন গঞ্জালো গার্সিয়া। ঠিক তার ১০ মিনিট পর গোল করেন ব্যবধান ২-০ করেন ফ্রান গার্সিয়া।
সেমিফাইনালে এমবাপের পুরনো ক্লাব পিএসজির মুখোমুখি হবে রিয়াল। একই রাতে অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে পিএসজি।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন