পরিবেশ সুরক্ষায় মৌলভীবাজারে এক লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

gbn

সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||

পরিবেশ রক্ষায় ভিন্নধরণের ও সময়োপযোগী উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানেে এক লক্ষ গাছের চারা বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ পহেলা জুলাই মঙ্গলবার সার্কিট হাউসে এই কার্যক্রমের আওতায় মৌলভীবাজার জেলা সদরের ৬০ টি শিক্ষা প্রতিষ্টানেে তিন হাজার গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ ইসরাইল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব বুলবুল আহমদ ও মেহনাজ ফেরদৌস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সবুজে ঘেরা মৌলভীবাজারকে আরো সবুজ করে তুলতে এই কর্মসূচি হাত নিয়েছে জেলা প্রশাসক। মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ ইসরাইল হোসেন বলেন, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ‍্য অংশ। জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে প্রত‍্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপন ও গাছের পরিচর্যা করা। আমরা চাই প্রত‍্যেক শিক্ষার্থীরা প্রকৃতির বন্ধু হয়ে উঠুক। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নে একটি দৃশ‍্যমান পরিবর্তন আনতে চাই। তাই এই বছর এক লক্ষ কাছের চারা বিতরণের কর্মসূচি জেলা প্রশাসন হাতে নিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্টানেে ৫০ টি গাছের চারা দেওেয়া হবে। ধারাবাহিকভাবে এই চারা বিতরণ কার্যক্রম চলবে। এমন উদ্যোগের প্রশংসা করেছেন পরিবেশপ্রেমিরা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন